Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু 
Sunday November 26, 2023 , 10:01 am
Print this E-mail this

পারস্পরিক সৌহার্দ্যতা বজায় রেখে খেলাধুলায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু


মুক্তখবর খেলাধুলা ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্ত:বিভাগ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। এতে অংশ নেবে বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগ। প্রতিযোগিতাটি শেষ হবে নভেম্বর ২৮। রোববার (নভেম্বর ২৬) সকাল ১০টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, সুস্থ থাকার জন্য খেলাধুলাসহ শরীরচর্চার কোনো বিকল্প নেই। খেলাধুলাসহ যেকোনো শারীরিক শিক্ষা প্রতিটি মানুষের শরীর ও মনের বিকাশের জন্য একান্ত প্রয়োজন। আন্ত:বিভাগ টুর্নামেন্টের উদ্দেশ্য হচ্ছে বিভাগগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং হৃদ্যতা সৃষ্টি করা। এসময় তিনি পারস্পরিক সৌহার্দ্যতা বজায় রেখে খেলাধুলায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি অনন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করতে সবাই একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের কমান্ড্যান্ট (বিএন) ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান। শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মুহাম্মদ রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান তানভীর কায়ছার এবং প্রক্টর ড. খোরশেদ আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা