Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ১২, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিভাগে সংরক্ষণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার চামড়া 
Tuesday June 10, 2025 , 4:49 pm
Print this E-mail this

বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য পর্যালোচনা করে এ চিত্র

বরিশাল বিভাগে সংরক্ষণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার চামড়া


মুুুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগের ৬ জেলার মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীদের মাধ্যমে এ বছর কোরবানির ১ লাখ ৮০ হাজার ৫১৮টি গরু, মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়া সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৬৯৩টি এবং ছাগলের চামড়ার সংখ্যা ১৩ হাজার ৮২৫টি। বরিশাল বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে। বিভাগটির জেলাগুলোর মধ্যে বরিশালের বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ৩৪ হাজার ২৩২টি গরু ও মহিষ এবং ৫ হাজার ২১০টি ছাগলের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ২০ হাজার ১৮৯ পিস গরু ও মহিষ এবং ১ হাজার ৬৫৭টি ছাগলের চামড়া। জেলাটিতে গরু ও মহিষের ৫৪ হাজার ৪২১টি এবং ছাগলের ৬ হাজার ৮৬৭টি চামড়া সংরক্ষণ করা হয়েছে। ঝালকাঠির বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ৩ হাজার ৭৪৫টি গরু ও মহিষের চামড়া এবং ৭৭০টি ছাগলের চামড়া সংরক্ষণ করেছে। আর মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৭ হাজার ৭৫২টি গরু ও মহিষের চামড়া এবং ১ হাজার ৪১টি ছাগলের চামড়া। জেলাটিতে মোট ১১ হাজার ৪৯৭টি গরু ও মহিষ এবং ১ হাজার ৮১১টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। পিরোজপুরের বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ৭ হাজার ৮০০টি গরু ও মহিষ এবং ৩৫০ ছাগলের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৯ হাজার ১৮৬টি গরু ও মহিষ এবং ১ হাজার ৩৭টি ছাগলের চামড়া। জেলাটিতে মোট ১৬ হাজার ৯৮৬টি গরু ও মহিষ এবং ১ হাজার ৩৮৭টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। বরগুনার বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ৪ হাজার ৩৫৮টি গরু ও মহিষ এবং ৪৯৯টি ছাগলের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৬ হাজার ৬৪২টি গরু ও মহিষ এবং ৯৫৬টি ছাগলের চামড়া। জেলাটিতে মোট ১১ হাজার গরু ও মহিষ এবং ১ হাজার ৪৫৫টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। ভোলার বিভিন্ন আড়ত, ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ১৭ হাজার ২০০ গরু ও মহিষের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ১৮ হাজার ৫৪৪টি গরু ও মহিষ এবং ১ হাজার ৩০০ ছাগলের চামড়া। জেলাটি মোট ৩৫ হাজার ৭৪৪টি গরু ও মহিষের চামড়া এবং ১ হাজার ৩০০টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। পটুয়াখালীর বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ২৭ হাজার ১৪৯টি গরু ও মহিষের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ে সংরক্ষণ করা হয়েছে ৯ হাজার ৮৯৬টি গরু ও মহিষ এবং ১ হাজার ৫টি ছাগলের চামড়া। জেলাটি মোট ৩৭ হাজার ৪৫টি গরু ও মহিষের চামড়া এবং ১ হাজার ৫টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে।




Archives
Image
প্রয়াত সাংবাদিক তুহিনের এতিম সন্তানদের দায়িত্ব নিলেন এসপি আখতার
Image
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ, থাকছে ‘না ভোট’ : ইসি
Image
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
Image
সেবার মান উন্নয়নে হার্ডলাইনে বরিশাল শেবাচিম হাসপাতাল প্রশাসন
Image
দুধ আমদানি করার কোনও কারণ নাই, কারণ দেখি না : বরিশালের প্রাণিসম্পদ উপদেষ্টা