Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৫:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিভাগে মৎস্য খাতে সাড়ে ২২ কোটি টাকার ক্ষয়ক্ষতি 
Sunday August 1, 2021 , 3:20 pm
Print this E-mail this

অতিবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে পুকুর ও ঘের ভেসে যাওয়ায় মৎস্য খাতে ব্যাপক ক্ষতি

বরিশাল বিভাগে মৎস্য খাতে সাড়ে ২২ কোটি টাকার ক্ষয়ক্ষতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : টানা বৃষ্টি ও প্রবল জোয়ারের পানিতে বরিশাল বিভাগে ১২ হাজার ১৪৩টি পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে প্রায় সাড়ে ২২ কোটি টাকার ক্ষতির মুখে পরেছেন মৎস্য চাষিরা। রবিবার সকালে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অতিবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে বরিশাল বিভাগের চার জেলায় পুকুর ও ঘের ভেসে যাওয়ায় মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। এরমধ্যে বিভাগের পিরোজপুরে ৮১০টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে এক কোটি ১১ লাখ টাকা, বরগুনায় ছয় হাজার ৩৪টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে তিন কোটি ২০ লাখ টাকা, পটুয়াখালীতে পাঁচ হাজার ২৩৫টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে ১৮ কোটি টাকা এবং ভোলায় ৫৫টি পুকুর ও ঘের ভেসে যাওয়ায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গল ও বুধবার বরগুনা জেলায় ২৬২ মিলিমিটার বৃৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় ছাড়া ভারী বর্ষণে এতো ক্ষতি হবে তা এ অঞ্চলের কেউ ভাবেতেও পারেনি।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস