Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ১২:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বাকেরগঞ্জে এসি ল্যান্ডের অভিযান, ২৭ বস্তা পলিথিন জব্দ, ১ জনের জেল 
Thursday September 10, 2020 , 6:48 pm
Print this E-mail this

অভিযুক্তকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে

বরিশাল বাকেরগঞ্জে এসি ল্যান্ডের অভিযান, ২৭ বস্তা পলিথিন জব্দ, ১ জনের জেল


নিজস্ব প্রতিবেদক : পলিথিন অপচনশীল দ্রব্য হওয়ায় পরিবেশের জন্য ক্ষতিকর। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২.৩৫ মিনিটে মোবাইল কোর্টের অভিযানে বাকেরগঞ্জ উপজেলাধীন বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসিতে একটি দেয়াল দিয়ে ঘেরা পরিত্যাক্ত বাড়ির মধ্যে ২৭ বস্তা পলিথিন পাওয়া গেছে। ২৭ বস্তা পলিথিনের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা । অভিযানের সময় পলিথিন ব্যবসার সাথে জড়িত মোঃ উজ্জল হাওলাদার (৪০), পিতা : আব্দুল কুদ্দুস, গ্রাম : কাঠালিয়া, বাকেরগঞ্জ বরিশালকে অপরাধ স্বীকার করায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ২৭ বস্তা পলিথিন আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলাম। এসময় আরও ছিলেন, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত নকীব আকরাম সহ সংগীয় পুলিশ ফোর্স।অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সরকারি নির্দেশনা পরিপালনে জেলা ম্যাজিষ্ট্রেট বরিশাল এস এম অজিয়র রহমান’র নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনাকালে আমরা জানতে পারি, এখানে পলিথিনের বড় ডিপো আছে এবং আমরা তল্লাশি করে এ বিপুল পরিমান ২৭ বস্তা পলিথিন পাই।অভিযুক্ত অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ মোতাবেক তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস