Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় খাবার হোটেলে ভাংচুর 
Sunday May 8, 2022 , 8:34 pm
Print this E-mail this

তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় খাবার হোটেলে ভাংচুর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় খাবার হোটেল ভোজ বাড়ি রেস্তোরাঁয় অতর্কীতভাবে হামলা চালিয়ে ক্যাশ ভাংচুর করে নগদ টাকা ও খাবার নষ্ট করে দেয় দূর্বৃহত্তরা। এঘটনায় ৯৯৯-ফোন দিলে ঘটনা স্থানে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শন করেন। শনিবার (মে ৭) দুপুরে ঘটনাটি ঘটে। চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন তিন নং লঞ্চঘাটের প্রবেশ গেট সংলগ্ন বি আই ডব্লিউ টিএ’র স্টলে ভোজ বাড়ি রেস্তোরাঁ হোটেলটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন রুহুল আমিন। অপরদিকে রয়েছে বিআইডব্লিউটিএ’র জমিতে কাঁচা বাজার, দীর্ঘদিন ধরে কাঁচা বাজারের রাস্তা দখল করে অবৈধভাবে হোটেল পরিচালনা করে আসছে নুর আলম নামে এক লোক। শনিবার দুপুরে রুহুল আমিনের দোকানে কাস্টমার দেখে নুর আলম অকথ্য ভাষায় গালাগালি করেন রুহুলকে। গত ৮/২/২০২২ তারিখে কোতয়ালী মডেল থানায় একটি জিডি করেন, যাহার নম্বর : ৪১৭। জিডি সূত্রে জানা যায়, রুহুল আমিনের দোকানে কাস্টমার দেখে বিভিন্ন সময় শত্রুতা সৃষ্টি করে আসছে ও আমার হোটেলের প্লেট, বাটি, গামলা সহ বিভিন্ন মালামাল তার দোকানে লুকিয়ে রাখেন। এই বিবরণ দিয়ে থানায় একটি জিডি থাকা অবস্থায় আবার আমার ওপর হামলা চালায় নুর আলম, চুন্নু, তৌহিদ, সিয়াম। এছাড়াও সন্ত্রাসী নুর আলমের যোগসাজসে লঞ্চঘাট এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছে সিয়াম। গত (১৪ মার্চ) বরিশাল এপিবিএন ১০ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রমজান ও কনস্টেবল বেল্লাল এবং মাহিমের মাদকবিরোধী অভিযানের লঞ্চঘাট এলাকা কাঁচা বাজার থেকে গাঁজা সহ আটক করেন। বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, চরকাউয়া খেয়াঘাট হোটেল ব্যবসায়ী রুহুল আমিন নামে একজন অভিযোগ দায়ের করছে। অভিযোগ সুত্রে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু