Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর রুপাতলী এলাকার শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্র থেকে এক শিশুর পালিয়ে যাবার অভিযোগ 
Thursday March 5, 2020 , 11:36 am
Print this E-mail this

এর আগেও একই কেন্দ্রের জিসান নামের এক শিশু পালিয়ে গেছে, তাকে আজ পর্যন্ত খুঁজে বের করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা

বরিশাল নগরীর রুপাতলী এলাকার শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্র থেকে এক শিশুর পালিয়ে যাবার অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর রুপাতলী এলাকার শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্র বালিকা শাখা থেকে মিম (৯) বছরের এক শিশুর পালিয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যার পর ঐ কেন্দ্রের ৪ নং ক থেকে পালানোর এ ঘটনা ঘটে। তবে কিভাবে পালিয়ে গেছে শিশুটি সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। সূত্রানুযায়ী জানা যায়, গত ২ থেকে আড়াই বছর পূর্বে পিরোজপুরের একটি আদালত থেকে রুপাতলী এলাকার শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্র বালিকা শাখায় মিম নামের শিশুটিকে পাঠানো হয়। পরবর্তীতে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু পুনরায় মিমকে তার পরিবার ঐ কেন্দ্রে রাখে বলে জানিয়েছে সূত্রটি। দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে ঐ শিশুটি পালিয়েছে। কারণ এর আগেও একই কেন্দ্রের বালক শাখায় নির্যাতনের ভয়ে জিসান নামের এক শিশু পালিয়ে গেছে, তাকে আজ পর্যন্ত খুঁজে বের করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে অভিযোগের বিষয়ে মুঠোফোনে শিশু প্রশিণ ও পুনর্বাসন কেন্দ্রের প্রকল্প উপ-পরিচালক বাসুদেব দেবনাথের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোনটি কেটে দেন। এ ব্যাপারে বরিশাল জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আল মামুন তালুকদারের কাছে জানতে চাইলে জেলা প্রশাসনের এক সভায় ব্যস্ত বলে ফোনের লাইনটি তিনি কেটে দেন।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস