Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর নথুল্লাবাদে হামলায় এক ইজিবাইক চালক নিহত 
Saturday May 9, 2020 , 4:09 pm
Print this E-mail this

তাঁকে নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন

বরিশাল নগরীর নথুল্লাবাদে হামলায় এক ইজিবাইক চালক নিহত


নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় হামলায় এক ইজিবাইক (ব্যাটারি চালিত অটোরিক্সা) চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মৃত জাকির গাজী (৩২) বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন রামপট্টি এলাকার সোমেদ গাজীর ছেলে। শুক্রবার (৮ মে) বেলা ২ টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই আমির গাজীর ছেলে আলামিন জানান, তাঁর চাচা রাকিব নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকা থেকে গরিয়ারপাড় এসে অসুস্থবোধ করেন। এসময় সে বড় ভাই আমির গাজীকে ফোন দিয়ে দিয়ে জানায়, নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় একজন গাড়ি চালক লোকজন নিয়ে তাঁকে (জাকির) মারধর করে। পরে সে অসুস্থ বোধ করলে একজন দোকানদারের কাছ থেকে পানি খেয়ে বাড়ির উদ্দেশ্যে অটোরিক্সা নিয়ে রওয়ানা দেন। গড়িয়ার পার এসে অসুস্থ বোধ করছেন। আলামিন জানান, এ খবর পেয়ে তাঁর বাবা গড়িয়ার পারে যান এবং চাচার অবস্থা খারাপ দেখতে পেয়ে তাঁকে নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ-বিন-আলম বলেন, ঘটনাটি শুনেছি। আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, প্রাথমিকভাবে যতটুকু শুনেছি মৃত্যুর পূর্বে যাত্রী তোলা নিয়ে দুই অটো চালকের মধ্যে দুই দফায় বিরোধ হয়। প্রথমে সকাল ১০টার দিকে বাবুগঞ্জের রামপট্টিতে জাকির গাজীর সাথে অপর ইজিবাইক চালকের সাথে ঝগড়া হয়। পরে তা নিয়ে দ্বিতীয় দফায় নথুল্লাবাদে আবার তাদের মধ্যে নাকি হাতাহাতি বা মারামারি হয়েছে। এই ঘটনার পরে নিহতের ভাই এসে তাঁকে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে তিলক নামক স্থানে অসুস্থ হয়ে পড়েন ইজিবাইক চালক জাকির হোসেন। এরপর তাঁকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওসি বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তাছাড়া বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তর নাম পরিচয় এখনও জানা যায়নি। এই বিষয়ে নিহতের পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




Archives
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!