Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ১৬, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর ধানগবেষণা রোডে ছিনতাইয়ের অভিযোগ 
Tuesday August 4, 2020 , 1:17 pm
Print this E-mail this

দিন দিন পরিস্থিতির অবনতি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর দেওয়া উচিত

বরিশাল নগরীর ধানগবেষণা রোডে ছিনতাইয়ের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ডের ধানগবেষণা রোডের কাউন্সিলর কার্যালয়ের ৩০ গজ দূরত্বে আশ্রাফিয়া মাদ্রাসার সম্মুখে এক সিএনজি ড্রাইভারকে ছুরি ঠেকিয়ে মারধর করে টাকা এবং মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহত রাব্বি ফকিরকে (১৮) উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয় বলে জানা গেছে। রাব্বি ফকির নবগ্রাম রোডের ২৭নং ওয়ার্ডের ডেফুলিয়া এলাকার হারুন ফকিরের ছেলে। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে, যার নং : ৮৫, তাং : ৩/৮/২০২০ ইং। এলাকাবাসী ও আহতের পরিবার সূত্রে, রাব্বি সোমবার রাত সাড়ে ৮ টায় সিএনজিতে করে যাত্রী নিয়ে লঞ্চ ঘাট থেকে রুপাতলী সেখান থেকে ধানগবেষণা রোড আশ্রাফিয়া মাদ্রাসার সামনে আসে। সেই যাত্রীদের কাছে ভাড়া চাইলে তারা চার-পাঁচ জন ছিনতাইকারী তার ওপর হামলা চালায় এবং সাথে থাকা নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে অচেতন করে পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা রাব্বি ফকিরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগেও ২৪নং ওয়ার্ডের ধানগবেষণা রোড এলাকায় ছিনতাইকারীর কবলে পরে সর্বস্ব হারিয়েছে অনেকেই, এমনটাই অভিযোগ পাওয়া গেছে। এরা মাদক সেবী ও এদের ব্যবসার রমরমা বাণিজ্য চলে অত্র এলাকায়। এই এলাকাটি শহরতলী এলাকা হওয়ায় এই এলাকায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা বেশী আর এই মাদক সেবনের টাকা যোগাতেই মাদক সেবীরা চুরি, ছিনতাইয়ে জড়িয়ে পরছে বলে দাবি করেছেন স্থানীয়রা। সন্ধ্যার পরে এই এলাকায় প্রতিটি মোড়ে, আনাচে কানাচে বসে বখাটেদের আড্ডা। প্রশাসনের নজরদারী না থাকায় এইসব বখাটেরা নানা অপকর্ম চালিয়ে আসছে। ইতিপূর্বে কিছু কিছু মাদক ব্যবসায়ীরা পুলিশের হাতে গ্রেফতার হয়ে ছাড়া পেয়ে আবারও এলাকায় মাদকব্যবসা চালিয়ে যাচ্ছে। আবার কিছু কিছু মাদকব্যবসায়ী প্রশাসনের নজর এড়ানোর জন্য অন্য এলাকা ছেড়ে এই সব শহরতলী এলাকাগুলোতে মাদক ব্যবসায় চালিয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে মানুষ বাসাবাড়িতে কীভাবে নিরাপদে থাকবে? এলাকায় দিন দিন পরিস্থিতির অবনতি ঘটেছে। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর দেওয়া উচিত বলেও মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় এলাকাবাসী।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু