Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে বন্ধ হয়নি আবাসিক হোটেলে দেহ ব্যবসা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা 
Tuesday April 5, 2022 , 3:34 pm
Print this E-mail this

প্রশাসন যতই অভিযান পরিচালনা করুক না কেন হোটেল ব্যবসায়ীরাও নতুন নতুন পথ অবলম্বন করছেন

বরিশাল নগরীতে বন্ধ হয়নি আবাসিক হোটেলে দেহ ব্যবসা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : একের পর এক অভিযান পরিচালনার পরেও বন্ধ হয়নি বরিশাল নগরীর আনাচে কানাচে গড়ে ওঠা আবাসিক হোটেলের নামে নারী দিয়ে দেহ ব্যবসা। প্রশাসন যতই অভিযান পরিচালনা করুক না কেন হোটেল ব্যবসায়ীরাও নতুন নতুন পথ অবলম্বন করছেন। যার ফলে অভিযান দিয়েও বন্ধ করা যাচ্ছে না অবৈধ দেহ ব্যবসা। এতে করে যুবসমাজ ধংসের পথে ধাবিত হচ্ছে। অনেক সময় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তারা অভিযান পরিচালনার পর কোন অদৃশ্য কারণে তাদের ছেড়ে দিচ্ছে। এতে করে আরো পার পেয়ে যাচ্ছে তারা। প্রতিদিন নগরীর বিভিন্ন হোটেলে নানা জায়গা থেকে আসার নারীরা অপকর্মে লিপ্ত হচ্ছে। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, নগরীর পোর্টরোড এলাকায়-হোটেল অতিথি, সিভিউ, বরগুনা হোটেল, আমতলী হোটেল, হোটেল আজ, রয়েল প্যালেস, স্বাগতম, ভোলা হোটেল, বিউটি সিনেমা হল এলাকায় অন্তরা আবাসিক হোটেল, হোটেল গালিব সহ ছোট ছোট বোডিংগুলোতে ভ্রাম্যমান পতিতা দিয়ে ব্যবসা করানো হচ্ছে। লঞ্চঘাট থেকে পোর্টরোড পর্যন্ত এসব দেহ ব্যবসায় যুক্ত রয়েছেন-হনুফা, মুক্তা, জানু, শাহিদা, ছোট সাথী, মিনু, মম সহ আরো অনেকেই। যারা রাস্তার মধ্যে ওত পেতে থাকে। নানা ছলে বলে কৌশলে খদ্দেরকে হোটেলে নিয়ে যায়। এরপর তাদের কাছ থেকে ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়া সাথে থাকা মোবাইল ছিনতাই করে ছোট সাথী ও মুক্তা। যারা এর পাশাপাশি বিভিন্ন হোটেলে খদ্দেরের কাছে ইয়াবা ,গাঁজা বিক্রি করে থাকে। গোপন সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় এসব হোটেলে খদ্দের নিয়ে নারী দিয়ে ছবি তুলে আটকিয়ে রেখে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। ব্লাক মেইল করে ভয় দেখানো হয়। তাছাড়া রাস্তায় দাড়ানো এসব নারীদের কারণে সাধারণ মানুষেরাও চলাচল করতে অসস্তি বোধ করেন। আবার অনেক সময় ছেলে মেয়ে কিংবা স্বামী স্ত্রী একসাথে চলাচল করলে হাত ধরে টান দিয়ে হোটেলে আসতে বলে। এতে করে সামাজিকভাবে অপদস্থ হচ্ছে সাধারণ মানুষ। বেশ কিছুদিন আগে জোড়ালো অভিযান পরিচালনা করে ডিবি সদস্যারা। এসময় শাস্তি হিসেবে ভবন মালিক দায়ী থাকবে বলে হুশিয়ারী দেয়া হয়। এতে অনেক হোটেলেই তাৎক্ষনিক দেহ ব্যবসা বন্ধ করে দেন। কিন্তু সম্প্রতি কোন অভিযান না থাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে এসব হোটেল মালিক ও দেহ ব্যবসায়ীরা। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ ও সচেতন মহল।




Archives
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে