Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ৭, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশাল-ঢাকা নৌপথে ঈদের আগে-পরে ১০ দিন বাল্কহেড চলাচল নিষিদ্ধ 
Tuesday April 19, 2022 , 9:39 pm
Print this E-mail this

ঢাকা-বরিশাল নৌপথের কোথাও জাল ফেলা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে

বরিশাল-ঢাকা নৌপথে ঈদের আগে-পরে ১০ দিন বাল্কহেড চলাচল নিষিদ্ধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঈদুল ফিতরের আগে ও পরে মোট ১০ দিন ঢাকা-বরিশাল নৌপথে বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হয়েছে। যে চ্যানেল ধরে যাত্রীবাহী নৌযানগুলো চলাচল করে ওই চ্যানেলে জেলেরা জাল ফেলতে পারবেন না ওই ১০ দিন। অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো নৌযানকে ঘাটত্যাগ করতে দেওয়া হবে না। টিকিট কালোবাজারিসহ মলম পার্টি, অজ্ঞান পার্টি এবং পকেট মারদের দৌরাত্ম্য প্রতিরোধে নৌবন্দরে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। যাত্রীচাপ সামলাতে ২৭ এপ্রিল থেকে বেসরকারি লঞ্চ মালিকদের প্রতি বিশেষ সার্ভিস (স্পেশাল ট্রিপ) চালুর আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (এপ্রিল ১৯) দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঈদুল ফিতরের প্রাক্কালে যাত্রীবাহী নৌযান চলাচল নিরাপদ করতে উপরোক্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, বরিশালের জেলা প্রশাসক মো: জসীম উদ্দীন হায়দার। সভায় উপস্থিত ছিলেন-বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এবং বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফজলুর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল যাত্রী পরিবহন সংস্থার বরিশাল জেলা সম্পাদক আমির হোসেন ও নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হাশেম। সভায় বলা হয়, করোনার প্রকোপ কমে আসায় এ বছর ঈদুল ফিতরের ছুটিতে রাজধানীসহ দেশের বড় বড় শহর থেকে দক্ষিণাঞ্চলে ঘরমুখো মানুষের ঢল নামবে। নাড়ির টানে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে অন্যান্য বছরের তুলনায় এ বছর বাড়তি নিরাপত্তা গ্রহণ করা প্রয়োজন। নৌযান চলাচলকে নিরাপদ করার জন্য সভায় ঈদের আগের ৫ দিন এবং পরের ৫ দিন মিলিয়ে মোট ১০ দিন ঢাকা-বরিশাল নৌপথে বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একই সময়ের জন্য ঢাকা-বরিশাল নৌপথের কোথাও জাল ফেলা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এবং নৌপুলিশ দায়িত্ব পালন করবেন। সভা সূত্র জানায়, ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী লঞ্চ মালিকদের প্রতি সভা থেকে ২৭ এপ্রিল থেকে বিশেষ সার্ভিস চালুর আহ্বান জানানো হয়েছে। কারণ, এ বছর ঈদে কর্মজীবী মানুষ স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরে ফিরবেন। গত দু’বছর করোনার কারণে তা সম্ভব হয়নি। তবে বিশেষ সার্ভিস চালুর ব্যাপারে সুন্দরবন নেভিগেশনের অন্যতম পরিচালক ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল যাত্রী পরিবহন সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেছেন, গার্মেন্টস ছুটি না হলে বিশেষ সার্ভিস চালু করা সম্ভব না। সভা শেষে বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ঈদের সময় যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে যায়। সেজন্য বরিশাল নৌবন্দরের গ্যাংওয়েগুলো মেরামত করা হচ্ছে। টার্মিনালের অভ্যন্তরে যাত্রীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী