মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-ঝালকাঠি সড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয় (২৩) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঝালকাঠির নলছিটির রায়াপুরা নামক এলাকা থেকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক যুবকের নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। নলছটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখায়াত হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে যুবকের হা-পা বাঁধা লাশটি সড়কের পাশে ফেলে রাখে হয়, যা স্থানীয় দুই শিশু প্রত্যক্ষ করেছে। কিন্তু কে বা কারা ফেলে গেছে সেই বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, যুবককে শ্বাসরোধে হত্যার পরে কেউ মরদেটি ফেলে গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।