Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ২:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যানসহ দু’জনের বিরুদ্ধে মামলা 
Saturday May 18, 2019 , 11:07 am
Print this E-mail this

বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যানসহ দু’জনের বিরুদ্ধে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়াঘাটের রাজস্ব ফাঁকি দিয়ে ইজারা দেয়ায় জেলা পরিষদের চেয়ারম্যানসহ দু’জনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার বরিশালের জ্যেষ্ঠ সহকারী জজ মো: কামরুল ইসলামের আদালতে মো: মাইনুল হোসেন মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে সরকারি রাজস্ব কেন ফাঁকি দেয়া হয়েছে তার কারণ জানতে চেয়ে বিবাদীদের কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন। মামলায় বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের নির্বাহীকে বিবাদী করে মামলাটি দায়ের করা হয়। বাদী মামলার আরজিতে অভিযোগ করেন, আসাদুজ্জামান মেনন নামে এক ইজারাদার ২০১৮ সালের (বাংলা ১৪২৪) ভ্যাটসহ ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকায় বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়াঘাট ইজারা নেন। চলতি বছরের (বাংলা ১৪২৫) ৩০ চৈত্র তার ইজারার মেয়াদ শেষ হলে গত ১৮ ফেব্রুয়ারি খেয়াঘাটের দরপত্র আহ্বান করা হয়। ২৭ এপ্রিল এই দরপত্রে তিনজন ইজারাদার অংশ নেয়ায় ৫১ লাখ ৬০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হন মাইনুল ইসলাম। কিন্তু তাকে ইজারা না দিয়ে দরপত্রটি বাতিল করে দেয়া হয়। এভাবে জেলা পরিষদ ছয়বার দরপত্র আহ্বান করে নির্ধারিত টাকায় ডাক না ওঠায় বাতিল করে। মামলার আরজিতে আরও বলা হয়, মীরগঞ্জ খেয়াঘাটের সরকারি সম্ভাব্য মূল্য ১ কোটি ১৯ লাখ ৩৫ হাজার টাকা। ওই দর অথবা তার ঊর্ধ্বে দর না উঠলে নিয়মানুযায়ী জেলা পরিষদ নিজস্ব ব্যবস্থাপনায় টোল আদায় করবে। এ জন্য ছয়বার দরপত্র বাতিল করা হয়। সরকার নির্ধারিত দর না ওঠায় ইজারাদার নিযুক্ত করতে না পারায় জেলা পরিষদ কর্তৃপক্ষ ওই ঘাটটিতে ৫০ দিনের জন্য টোল আদায়ের দায়িত্ব দেয় মাইনূল হোসেনকে। কিন্তু এখন জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে অপর একজন ইজারাদারকে ঘাটটি পাইয়ে দিতে গত ১৪ মে পুনরায় দরপত্র আহ্বান করে। এরপর ওই ইজারাদার ৭৪ লাখ ৫০ হাজার টাকা দর নির্ধারণ করে। এখন ওই দরেই ঘাটটি সেই ইজারাদারকে ইজারা দেয়ার পাঁয়তারা চালাচ্ছে বিবাদীরা। এতে সরকারের প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব বঞ্চিত হবে বলে মামলায় অভিযোগ করা হয়।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস