Current Bangladesh Time
বৃহস্পতিবার জানুয়ারি ৮, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা 
Wednesday January 7, 2026 , 5:10 pm
Print this E-mail this

সভাপতির দায়িত্ব পালন করবেন অ্যাড. নাজিম উদ্দীন আলম খান পান্না

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা দেখা দিয়েছে। আইনজীবী সমিতির মূল ভবনে সাধারণ সভা শেষে ঘোষণা করা হয়। আজ বুধবার থেকে সভাপতির দায়িত্ব পালন করবেন নাজিম উদ্দীন আলম খান পান্না। এরআগে আইনজীবীরা বর্তমান সভাপতি সাইদুর রহমান লিংকনের কক্ষে তালা লাগিয়ে চেয়ার বের আনেন। মঙ্গলবার (জানুয়ারি ৬) দুপুরে আইনজীবীদের নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মহসিন মন্টু।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহানগর আদালতের পিপি ও আইনজীবী ফোরামের সভাপতি নাজিম উদ্দীন আলম খান পান্না, মোখলেছুর রহমান বাচ্চু, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইমন, সাবেক সভাপতি মজিবর রহমান, আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মাসউদ, সিনিয়র আইনজীবী এসএম আব্দুল্লাহ, কাজী বশির উদ্দীন, সৈয়দ মাসুম রেজা, হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, অসীম কুমার বাড়ৈ, মাহমুদ হোসাইন আল মামুন প্রমুখ।

সভা শেষে আইনজীবীরা সভাপতি সাইদুর রহমান লিংকনের কক্ষে তালা লাগিয়ে চেয়ার বের করে আনেন। পরে নাজিম উদ্দীন আলম পান্নাকে ২০২৬-২৭ সালের নির্বাচন কমিটির জন্য আহবায়ক করা হয়। এ ব্যাপারে বর্তমান সভাপতি সাইদুর রহমান লিংকন বলেন, নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিলো। এখন সব ঠিক হয়ে গেছে। আমাদের মধ্যে কোন বিরোধ নেই। খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘরানার আইনজীবীরা দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে। নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে গড়িমসির অভিযোগ এনে বরিশাল জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি সাদিকুর রহমান লিংকনকে অপসারণ করে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাডভোকেট নাজিমুদ্দিন আলম খান পান্নাকে নির্বাচন সংক্রান্ত এডহক কমিটির আহবায়ক ঘোষণা করা হয়। সূত্রমতে, সাধারণ আইনজীবীদের ব্যানারে বিএনপি ঘরােনার বৃহৎ একটি অংশ মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতির মূল ভবনে সাধারণ সভা করে এ ঘোষণা দেয়ার পর পরিস্থিতি উত্যপ্ত হয়ে ওঠে।




Archives
Image
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
Image
সারাদেশে (এলপিজি) সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
Image
সুখবর পেলেন বরিশাল বিএনপির তিন নেতা
Image
সোয়া লাখ টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা শিক্ষা কর্মকর্তা
Image
বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মজিবর রহমান সরোয়ার