Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলায় করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সংখ্যা ১০০ ছাড়িয়েছে 
Saturday June 6, 2020 , 3:35 pm
Print this E-mail this

চলমান করোনা মহামারীতে সাহসের সাথেই দায়িত্ব-কর্তব্য পালনে অনড় নগর পুলিশ

বরিশাল জেলায় করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সংখ্যা ১০০ ছাড়িয়েছে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলায় করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সবশেষ শুক্রবারের তথ্য অনুযায়ী এ জেলায় মোট ১০৫ জন পুলিশ সদস্য’র করোনাভাইরাস পজেটিভ হয়েছে। যার মধ্যে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারসহ ৯৯ জন আক্রান্ত হয়েছেন। বাকিরা বরিশাল জেলা পুলিশ ও আরআরএফ সদস্য। বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানাগেছে, চারটি থানা নিয়ে গঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বরিশাল মহানগরী ছাড়াও বাবুগঞ্জ উপজেলার কিছু অংশ রয়েছে মেট্রোপলিটন পুলিশের আওতায়। দেশে চলমান করোনাভাইরাসের শুরু থেকেই চারটি থানার আওতাধীন এলাকাগুলোতে করোনার বিস্তার ঠেকাতে কাজ শুরু করে বাংলাদেশ পুলিশের এই ইউনিটটি। শুরু থেকেই নেয়া বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সক্রিয় করোনা যোদ্ধা হিসেবে নিজেদের অবস্থান জানান দেন নগর পুলিশ সদস্যরা। বিএমপি’র চৌকস কমিশনার মো: শাহাবুদ্দিন খান-বিপিএম (বার) এর নির্দেশনায় শুরু থেকে মহানগরীতে করোনা নিয়ন্ত্রণে বেশ সফলতাও আসে তাদের। কিন্তু সেই সফলতা বেশি দিন ধরে রাখতে পারেননি তারা। কেননা প্রাণঘাতী কোভিড-১৯ ছোবল মারে করোনার বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের উপর। একে একে আক্রান্ত হয়ে পড়েন পুলিশ সদস্যরা। এমনকি আক্রান্তের তালিকায় উঠে আসে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম এর নামটিও। খোঁজ নিয়ে জানাগেছে, ঈদ উল ফিতরের পূর্বে গত ১০ মে সীমিত আকারে খুলে দেয়া হয় মার্কেট ও শপিং কমপ্লেক্স। এর দু’দিনের মাথায় অর্থাৎ ১২ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হন বিএমপি’র এক সদস্য। শেবাচিমের আরটি-পিসিআর ল্যাবের পরীক্ষায় বিএমপি’র উত্তর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের গাড়ি চালকের করোনা পজেটিভ আসে। এর পর ধীরে ধীরে বাড়তে থাকে পুলিশে আক্রান্তের সংখ্যা। বর্তমানে শুধুমাত্র মেট্রোপলিটন পুলিশেই করোনা আক্রান্ত পুলিশ সদস্য’র সংখ্যা ৯৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ কমিশনার, তিনজন পরিদর্শক, ১৭ জন এসআই, ১৬ জন এএসআই, সাত জন নায়েক, পুরুষ কনস্টেবল ৫২ জন, নারী কনস্টেবল ২ জন ও নন পুলিশ সদস্য ১ জন। গতকাল শুক্রবার নতুন করে কোন পুলিশ সদস্যের করোনা আক্রান্ত শনাক্ত না হলেও পুলিশ হাসপাতালে কর্মরত একজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ঈদের পূর্বে মেট্রোপলিটন পুলিশে দৈনিক আক্রান্ত শনাক্তের সংখ্যা ২-৫ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু ঈদ পরবর্তী সময়ে সেই সংখ্যা বেড়ে যায়। পূর্বের পরিসংখ্যানে এক দিনে সর্বোচ্চ ১৭ পুলিশ সদস্য আক্রান্তের তথ্যও উঠে আসে। সবশেষ বৃহস্পতিবার ১১ জন পুলিশ সদস্য আক্রান্তের তথ্য পাওয়া গেছে। যারা সবাই বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্য। অপরদিকে দেশে বর্তমান সময়ে করোনা পরিস্থিতিতে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন চিকিৎসক, নার্স, পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা। বরিশাল জেলা ও মহানগরীর প্রেক্ষাপটে এদের মধ্যে আক্রান্তের তালিকায় পুলিশ সদস্যদের সংখ্যাই বেশি। জেলায় এ পর্যন্ত ২৪ জন চিকিৎসক ও ৪০ জন নার্সসহ স্বাস্থ্যবিভাগে কর্মরত ৮৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার অনুকূলে শুধুমাত্র বরিশাল মেট্রোপলিটন পুলিশেই আক্রান্তের সংখ্যা একশ ছুঁই ছুঁই। সাম্প্রতিক সময়ে নগর পুলিশে করোনা আক্রান্তের হার বৃদ্ধির বিষয়ে কথা হয় বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান-বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) সালেহ উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। এসময় তারা বলেন, মূলত করোনা পরিস্থিতিতে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কাজ করতে গিয়েই পুলিশে আক্রান্ত বাড়ছে। মামলার তদন্ত, লকডাউন কার্যক্রম এবং মোবাইল কোর্টসহ সকাল কার্যক্রমেই পুলিশকে ভূমিকা রাখতে হচ্ছে। তাও আবার জনগণের খুব নিকটে গিয়ে। তাছাড়া করোনার উপসর্গ নিয়ে অনেকের মৃত্যু হয়েছে। যাদের মৃতদেহ স্বজনরা ফেলে চলে যান। কিন্তু পুলিশ দায়িত্ব এড়াতে পারেনি। প্রতিটি মৃতদেহই পুলিশ নিজস্ব উদ্যোগে দাফন-কাফন সৎকারের ব্যবস্থা করেছে। এটাও পুলিশে করোনা আক্রান্ত বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে। তবে এরপরেও চলমান করোনা মহামারীতে সাহসের সাথেই দায়িত্ব-কর্তব্য পালনে অনড় নগর পুলিশ।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু