Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল কো-অপারেটিভ ইন্ডাসট্রিয়াল ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত 
Saturday November 28, 2020 , 3:37 pm
Print this E-mail this

দুপুরে মধ্যাহ্ন ভোজ ও সংক্ষিপ্ত বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে সভা সমাপ্তি ঘোষণা

বরিশাল কো-অপারেটিভ ইন্ডাসট্রিয়াল ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল কো-অপারেটিভ ইন্ডাসট্রিয়াল ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর পুরাতন কয়লাঘাট (দপ্তরখানা) সংগঠনের নিজস্ব কার্যালয়ে শুরু হয়ে দিনব্যাপী চলে এই সভা। সংগঠনের সদস্য মাওঃ শাহ আলমের কোরান তেলায়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন, বামরাইল ইউনিয়ন তন্তবায় সমিতির সভাপতি এনামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক (বিচার) মোহাম্মদ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সামশুল আলম জুলফিকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল কো-অপারেটিভ ইন্ডাসট্রিয়াল ইউনিয়ন লিঃ’র সভাপতি আলহা্জ্ব আবদুর রাজ্জাক তালুকদার। ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন পেশ করেন, সংগঠনের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আববর উদ্দিন বাবুল। বিগত বছরের আয় ব্যয় ও রিপোর্ট পেশ করেন, সংগঠনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা সমবায় অফিসের পরিদর্শক জানে আলম। সমিতির ইতহাস উৎপত্তি নিয়ে কথা বলেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুস সালাম বিশ্বাস। সমবায় নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বরিশাল জেলা সমবায় কর্মকর্তা গোলাম কবীর শরীফ এবং বরিশাল বিভাগীয় সমবায় অফিসের পরিদর্শক মোঃ নুরে আলম। আলোচনায় উঠে আসে সাবেক সভাপতি বাবু হরিশংকর দেবনাথের নানা অনিয়মের কথা। অবৈধভাবে জোড় পূর্বক সংগঠনের ভবনে দীর্ঘদিন যাবত স্বপরিবাওে বসবাস করার বিষয়টি ছিল মূখ্য আলোচনা। তাতে ভাড়া বাবদ তার কাছে পাওনা হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা। বিষয়টি সুরাহা করতে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। অন্যান্য সদস্যদের নানা আলোচনায় প্রাণবন্ত হয়ে ওঠে সভা। দুপুরে মধ্যাহ্ন ভোজ ও সংক্ষিপ্ত বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস