Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ৭:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের চালক ও শ্রমিক সদস্যদের একমাত্র ভরসা লিটন মোল্লা 
Friday May 1, 2020 , 3:10 pm
Print this E-mail this

তিনি প্রায় ২ শতাধিক বেকার হয়ে বসে থাকা শ্রমিক ও অসহায় দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের চালক ও শ্রমিক সদস্যদের একমাত্র ভরসা লিটন মোল্লা


শামীম আহমেদ : বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাত বাস টার্মিনালে মাসব্যাপি বসে থাকা ২ শতাধিক দূরপাল্লা ও অভ্যন্তরীন যাত্রীবাহি পরিবহনের চালক, হেলপার সহ বাস টার্মিনালের প্রায় ৪ শতাধিক শ্রমিক অর্ধাহারে-অনাহারে জীবন-যাপন করে চলছে। খোঁজ নেই বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের। গত একমাসে এবারের জন্য এদের খোঁজ নেইনি কোন সংগঠন। একমাত্র বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বাস মালিক সমিতির ক্ষুদ্র সদস্য লিটন মোল্লা এ পর্যন্ত তিন তিনবার অনাহারী শ্রমিকদের জন্য চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয়তার পাশাপাশি পবিত্র রমজানের জন্য খাদ্য উপহার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে এসে দাড়িয়েছে। আজ শুক্রবার (১লা মে) বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাত বাস টার্মিনালে গেলে এমন তথ্য নিয়ে বিভিন্ন শ্রমিক সদস্যরা পাশে এসে তাদের অনাহারী জীবনের কথা তুলে ধরেন। এসময় ২টি পিকাপ বোঝাই করে ২শত শ্রমিকের জন্য ১০ কেজি চাল, ১ কেজি চিড়া, ১ কেজি গুড়, ২ কেজি আলু ও ১ টা সাবান নিয়ে হাজির হন কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মোল্লা। এর পূর্বে বাস টার্মিনালের শ্রমিক সদস্যরা বলেন গত মাসের ২৬ এপ্রিল থেকে টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীন রুটের সকল প্রকার যাত্রীবাহী যান-বাহন সরকারের নির্দেশে চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রথম কয়েকদিন জমানো থাকা পুঁজি দিয়ে সংসার চালাবার পর হাতে থাকা সম্ভল শেষ হয়ে যাবার পর থেকে এক কথায় বলা যায় ১মাস যাবত বেকার হয়ে পড়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। এর মাঝে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমাদের শ্রমিকদের জন্য ২ টন চাল দিয়ে সহযোগিতা করেছে। এছাড়া এখন পর্যন্ত সরকারীভাবে আমাদের খবর আর কেহ রাখেনি। এসময় তারা আরো বলেন, সরকারী সাহয্যের কথা কেন বলব আমরা বছরের পর বছর মালিক ও শ্রমিক সংগঠনে চাঁদা দিয়ে যাচ্ছি আমাদের সেসকল শ্রমিক নেতাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে এমন আক্ষেপ করে অনাহারী শ্রমিক সদস্যরা তাদের মালিক ও শ্রমিক নেতাদের বিরেুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এক প্রর্যায়ে শ্রমিকদের হাতে ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা শ্রমিকদের বলেন, আমার নেতা বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার নির্দেশে আমি এসকল খাদ্য সামগ্রী আপনাদের মাঝে উপহার হিসাবে দিয়ে যাচ্ছি আমার যা কিছু আছে আমি তাদিয়ে বর্তমান সমস্য থাকাকালীন আপনাদের পাশে আছি ও থাকার অঙ্গিকার করেন। এসময় তিনি প্রায় ২ শতাধিক বেকার হয়ে বসে থাকা শ্রমিক ও অসহায় দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এব্যাপারে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিক ইউয়িনের সভাপতি ও ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের মোবাইলে বেশ কয়েকবার কল করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস