Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল কারাগারে থাকা বিএনপির চার নেতার জামিন 
Thursday November 9, 2023 , 4:17 pm
Print this E-mail this

পুলিশের করা নাশকতা মামলায় কারান্তরীণ বিএনপির নেতারা

বরিশাল কারাগারে থাকা বিএনপির চার নেতার জামিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পুলিশের করা নাশকতা মামলায় কারান্তরীণ বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতাকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (নভেম্বর ৯) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা জামিন দিয়েছেন বলে বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানিয়েছেন। জামিন পাওয়া নেতারা হলেন—বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য কাজী ফিরোজ আলম ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকলাইন মোস্তাক। বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানিয়েছেন, কোতয়ালি মডেল থানা পুলিশের নাশকতা মামলার আসামি হিসেবে কারান্তরীণ ১৫ জনের জামিন আবেদন করেন আইনজীবীরা। তাদের মধ্যে ৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বাকি ১১ জনের জামিন নামঞ্জুর করা হয়েছে। জামিন নামঞ্জুর হওয়া নেতারা হলেন—বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল-৬ আসনের সাবেক এমপি আবুল হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, নগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শামসুল আলম মন্টু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হানিফ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম ইকো, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক কিরণ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হাওলাদার, নগরীর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আসলাম হাওলাদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মশিউর রহমান টিটু ও ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শেখ সাব্বির। মামলা সূত্রে জানা গেছে, অবরোধের সমর্থনে গত ১ নভেম্বর সিএন্ডবি রোড এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠনের উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা জড়ো হন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ১৫ নেতাকর্মীকে আটক করে। নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ কোতয়ালি মডেল থানার এসআই খোকন চন্দ্র দে বাদী হয়ে মামলা করেন। মামলায় নামধারী ১৫ জনসহ অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা