Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২০, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৯ কেজি গাঁজা ও ২২৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ 
Monday November 8, 2021 , 8:30 pm
Print this E-mail this

মামলা সূত্রে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয় বিক্রয় চলাকালে অভিযান

বরিশালে ৯ কেজি গাঁজা ও ২২৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (গোয়েন্দা কার্যালয়) অভিযানে ৯ কেজি গাঁজা ও ২২৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জন গ্রেফতার হয়েছে। সোমবার দুপুর ১২ টায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুনহাট এলাকার থেকে মোঃ মামুন হোসেন হাওলাদার (৩০) কে ১০৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মোঃ মামুন হোসেন হাওলাদার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের স্থায়ী বাসিন্দ মোঃ দেলোয়ার হোসেন হাওলাদারের পুত্র। অপরদিকে দুপুর ১ টায় একই এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও ১১০ পিচ ইয়াবা বড়ি সহ মোসাঃ সেলিনা পারভীনকে গ্রেপ্তার করা হয়েছে। সেলিনা পারভীন একই এলাকার মোঃ সেন্টু তামিদারের স্ত্রী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের এসআই মোঃ কায়সার উদ্দিন ও উপ-পরিদর্শক মোঃ ইশতিয়াক হোসেন বাদী হয়ে সোমবার রাত সাড়ে ৭ টায় বাবুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলা নং-যথাক্রমে ২ ও ৩। মামলা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয় বিক্রয় চলাকালে অভিযান চালিয়ে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকা থেকে মোঃ মামুন হোসেন হাওলাদার (৩০) কে ১০৫পিচ ইয়াবা ও একই এলাকার মোঃ সেন্টু তামিদারের স্ত্রী সেলিনা পারভীনকে ৯ কেজি গাঁজা ও ১১০ পিচ ইয়াবা বড়ি আটক করা হয়েছে। অভিযানে বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে বিভাগীয় পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ সহকারী উপপরিদর্শক মোঃ সাইফুল হক ও সহকারী উপপরিদর্শক মোঃ আব্দুল আজিজ খান, সিপাই মোঃ সোহাগ মিয়া এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালের পরিদর্শক মোঃ সাইফুল আলম, উপ-পরিদর্শক খন্দকার জাফর আহমেদ, উপ-পরিদর্শক মোঃ ইশতিয়াক হোসেন, সহকারী উপ-পরিদর্শক মোঃ ফারুক হোসেন, সিপাই মোঃ গোলজার রহমান উপস্থিত ছিলেন।




Archives
Image
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
প্রকাশিত সংবাদ নিয়ে যা বললেন বেনজীর আহমেদ
Image
দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বন্ধ, সারাদেশে ইন্টারনেটে ধীরগতি
Image
ঋণের চাপে বরিশালে দুই সন্তানের জননীর আত্মহত্যা
Image
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন