প্রচ্ছদ » সাব-লিড-২ » বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা
Friday May 31, 2019 , 10:48 am
বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়। বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্রের নেতৃত্বে অভিযোনে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শাহ শোয়াইব মিয়া, বাবুগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জিতেন চন্দ্র সরকার ও ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেয়। অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করার অপরাধে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আদালত নিষিদ্ধ দু’টি কোম্পানির ৩০৪ কেজি লবণ জব্দ করে ধ্বংস করা হয়।