Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ৪:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ১০ টাকায় স্বল্প আয়ের মানুষের রোজার বাজার 
Wednesday February 28, 2024 , 3:06 pm
Print this E-mail this

১৮টি আইটেমের মধ্যে পছন্দমত জন প্রতি ১০ টাকার সুপারশপ

বরিশালে ১০ টাকায় স্বল্প আয়ের মানুষের রোজার বাজার


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : আসন্ন মাহে রমজানকে সামনে রাখাসহ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির কারনে চাল, ডাল, ভোজ্যতেল, ছোলা, চিনি, লবণ, আটা, ডিম, নুডলুস, মাছ, মোরগ খাতা-কলমসহ ১৮টি আইটেমের মধ্যে পছন্দমত জন প্রতি ১০ টাকার সুপারশপ বাজারের মাধ্যমে হাজার টাকার ১০টি পণ্য বরিশাল সদরের সুবিদা বঞ্চিত অসহায় দুস্থ, ও নিম্ন প্রান্তিক কলোনী বাসিদের হাতে প্রতিকী মূল্যে তুলে দেওয়ার আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বুধবার (ফেব্রয়ারি ২৮) বরিশাল নগরীর রাজা বাহাদুর সড়কস্থ মহিলা ক্লাবে দিনব্যাপী ১০ টাকার বাজারে হাজার টাকার বাজার ব্যবস্থার উদ্বোধন করেন বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘড়াই। বিদ্যানন্দন ফাউন্ডেশন বোর্ড মেম্বার সদস্য মো: জামাল উদ্দিন বলেন, বাজারে যখন ১ লিটার তেলের মূল্য ১৮০ টাকা সেখানে এই সুপারশপে ১ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া চাল কেজি ১ টাকা, ছোলা বুট, চিনি, এ্যাংকর ডাল, আটা ২ কেজি, ডিম ১২ পিচ, জুস, বয়লার মুরগি, মাছ, ফ্যামিলি নুডলুসসহ ১৮ পণ্যের মধ্যে সুবিদা বঞ্চিত গ্রাহক সদস্য তাদের পছন্দমত ১০ টি পণ্য ১ টাকা ধরে এই বিদ্যানন্দন ফাউন্ডেশনের ১ দিন ব্যাপী সুপারশপের বাজার থেকে কিনে নিতে পারছেন। এসময় ১০ টাকার বাজারের ক্রয় করতে আসা বেশ কয়েকজন সুবিদা বঞ্চিত ক্রেতাসহ বৃদ্ধ রহিমা বেগম বলেন, এই ১০ টাকার বাজারে এসে খুব ভাল লাগছে এত কম দামে জিনিস পাওয়ার কথা চিন্তা করতে পারি নাই। গরিবের জন্য এই বাজারের ব্যবস্থা করায় সত্যি খুব খুশি হয়েছি। আজকে কেনা কাটা করেছি তা মন ভরে খেতে পারবো। তিনি বলেন, এবারের রমজানে এই বাজার অনেক উপকার হইছে। বিদ্যানন্দন ফাউন্ডেনের বাজারে কর্মরত স্বেচ্ছাসেবক মিজানুর রহমান বলেন, বরিশাল শহরের ২ শতাধিক প্রান্তিক পরিবার মাত্র ১০ টাকায় যে পণ্যগুলো তারা পাচ্ছে তা বাজারে মূল্য প্রায় ১২ থেকে ১৩০০টাকা। এই বাজারের প্রতিটি পণ্যের মূল্য ১ টাকা মাত্র। সুবিদা বঞ্চিত মানুষ নিজের পচন্দমত পণ্য বাছাই করে ক্রয় করার স্বাধীনতা তৈরী করতে এধরনের বাজার আয়োজন করা হয়েছে। এছাড়া তাড়া যেন মনে না করেন যে এটি কোন দান, এই জন্য তাদের কাছ থেকে নামমাত্র মূল্যে নেয়া হচ্ছে। বিদ্যানন্দন ফাউন্ডেশনের মেম্বার সদস্য মো: জামাল উদিন বলেন, আমাদের টিম সদস্যরা বরিশালের ৪টি কলোনীর মধ্যে সুবিদা বঞ্চিত, অসহায় ও দুস্থদের সারবে করা ও যাচাই-বাছাই করে আমরা ২ শতাধিক মানুষের মধ্যে এই বাজারের পন্য তাদেরকে দেওয়ার ব্যবস্থার আয়োজন করেছি। তিনি আরো বলেন, তাদের বাজারে মহিলা ও পুরুষ সহ ২০ জন নিজস্ব বলানটিয়ার সদস্য সর্বক্ষণ কাজ করছে। ১০ টাকার বাজারে ২হাজার টাকার পণ্য বিক্রি কার্যক্রম উদ্ধোধন করতে এসে অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ গড়াই বলেন, বর্তমান সময়ে সমাজে আর্থিকভাবে যারা খারাপ আছে এদের পাশে দাঁড়ানো কাজে সব সময় বরিশাল জেলা প্রশাসক তাদের পক্ষে আছে ও পাশে থাকবে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস