Current Bangladesh Time
শনিবার জুলাই ১২, ২০২৫ ১:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, মিনি ট্রাক জব্দ 
Wednesday July 9, 2025 , 7:10 pm
Print this E-mail this

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, মিনি ট্রাক জব্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ১০ কেজি গাঁজাসহ মো: শাহিন হাওলাদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার (জুলাই ৮) রাত সাড়ে ১১ টার দিকে নগরীর রুপাতলী পুলিশ লাইন সংলগ্ন বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার (জুলাই ৯) এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। আটক মো: শাহিন হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের আতাউল মিয়ার বাসার ভাড়াটিয়া মো: জলিল হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে নগরীর রুপাতলী পুলিশ লাইন সংলগ্ন বটতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি সগির হোসেনের নেতৃত্বে এসআই মো: রাকিব হোসাইন, এসআই মো: মেহেদী হাসান, এএসআই মহসিন সবুজ ও এএসআই মো: কবির হোসেনের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক টিম অভিযান চালিয়ে মো: শাহিন হাওলাদারকে আটক করেন। এ সময় গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মিনি ট্রাকটিও জব্দ করা হয়। এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Archives
Image
খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা
Image
খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
Image
বরিশাল ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেল জিপিএ-৫
Image
নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল
Image
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে : মির্জা ফখরুল