Current Bangladesh Time
মঙ্গলবার মে ২১, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ১শত ৮০ জন রোগীদের মাঝে ৯০ লক্ষ টাকার চেক হস্তান্তর 
Thursday March 19, 2020 , 11:16 am
Print this E-mail this

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে তার জন্য দোয়া করার আহবান জানান বরিশাল জেলা প্রশাসক

বরিশালে ১শত ৮০ জন রোগীদের মাঝে ৯০ লক্ষ টাকার চেক হস্তান্তর


নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলা এবং বরিশাল জেলার ১০ উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া সহ ৬টি জটিল রোগে আক্রান্ত ১শত ৮০ জন রোগীদের মাঝে প্রত্যোককে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৯০ লক্ষ টাকার সাহায্য অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (১৮) মার্চ বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠানের সভাপতি বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান অসুস্থ রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। অনুদানপ্রাপ্ত রোগীরা বরিশাল সদর উপজেলার ক্যান্সারে আক্রান্ত ৭জন, কিডনি রোগে আক্রান্ত ৪জন, লিভার সিরোসিস ১জন, স্ট্রোক জনিত প্যারালাইজড ৬জন, জন্মগত হৃদরোগ ৯জন ও থ্যালাসেমিয়া ৩জন। জেলার বাকেরগঞ্জ উপজেলায় ক্যান্সার আক্রান্ত ১৬ জন, কিডনি ২জন, লিভার সিরোসিস ২জন, স্ট্রোক ২জন, থ্যালাসেমিয়া ১জন। বাবুগঞ্জ, ক্যান্সার ৮জন, কিডনি ৪জন, লিভার সিরোসিস রোগী ১জন। বানারীপাড়া ক্যান্সার ৪জন, কিডনি ১জন। হিজলা ক্যান্সার ৪জন ও কিডনি ১জন, মুলাদী, ক্যান্সার ৩জন, কিডনি ও কিডনি ২জন। গৌরনদী, ক্যান্সার ৬জন, কিডনি ১জন, লিভার ২জন, থ্যালাসেমিয়া ২জন। আগৈলঝাড়া ক্যান্সার ৬জন, কিডনি ১জন, স্টোক প্যারালাইজড ১জন। মেহেন্দিগঞ্জ, ক্যান্সার ২জন, কিডনি ২জন, লিভার ২জন। উজিরপুর উপজেলায় ক্যান্সার ৭জন, কিডনি ৩জন লিভার ১জন, স্ট্রোক ৩জন ও জন্মগত হৃদরোগী ২জন সহ সর্বমোট ১শত ৮০ জনের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে। এসময় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী বছর ব্যাপি কার্যক্রমের অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শত ব্যস্ততার মাঝেও তিনি এদেশের মানুষের মুখে হাসি ফুটাবার জন্য নিরলসভাবে জনকল্যাণমূলক কাজ করার পাশাপাশি সহযোগীতা করে যাচ্ছেন। তিনি বলেন, জাতির পিতা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে এদেশ স্বাধীন করে দিয়ে গেছেন বলেই আজ আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হতে পেরেছি। একই সময়ে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান অনুদানপ্রাপ্ত রোগী ও তাদের স্বজনদেরকে বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বে এখন করোনা নামের একটি ভাইরাস রোগে আক্রান্ত করছে। এক্ষেত্রে আপনাদের আপনজন সহ পাশ্ববর্তী কেহ বিদেশ থেকে আসলে তাকে বাধ্যতামূলক নিজ গৃহে একা থাকার ব্যবস্থা করে দিন। এতে করে নিজেরা ভাল থাকবেন, সেই সাথে এলাকার মানুষকে সুস্থ থাকার জন্য সকলেই সহযোগীতার জন্য প্রশাসনের পাশে এসে দাড়াবার জন্য আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন-বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, বরিশাল সমাজসেবা উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, মুক্তিযোদ্ধা এমজি কবীর ভুলু, সমাজসেবা সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম, জাকির আহমেদ সহ সমাজসেবার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ২০১১ সাল থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত ১ হাজার ৩৩ জন জটিল রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যাক্তিকে চিকিৎসা বাবদ এ পর্যন্ত ৬ কোটি ১৬ লক্ষ ৫০ হাজার টাকা সমাজসেবার মাধ্যমে অনুদান সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দেশের সাধারন মানুষের সেবার জন্য পাশে এস দাঁড়িয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী বয়স্কভাতা, মুক্তিযোদ্ধাভাতা, বিধবাভাতা সহ বিভিন্ন ধরনের আর্থিক সহযোগীতা করে যাচ্ছেন। তাই আপনারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে তার জন্য দোয়া করার আহবান জানান বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি