Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে হরিণের মাংস ও চামড়াসহ আটক ৪ 
Wednesday September 8, 2021 , 1:23 pm
Print this E-mail this

হরিণ হত্যা, এর দেহের অংশ সংরক্ষণ, পরিবহন ও কেনা-বেচা দণ্ডনীয় অপরাধ

বরিশালে হরিণের মাংস ও চামড়াসহ আটক ৪


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় একটি খামারে অভিযান চালিয়ে হরিণের মাংস ও চামড়াসহ চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে রাজিহার ইউনিয়নের খামারটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে। আটকরা হলেন-খামার মালিক ও বেসরকারি সংস্থা ‘আলোশিখা সমাজ উন্নয়ন কেন্দ্রের’ নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার, খামারের অফিস সহকারী খোকন সরকার, নৈশপ্রহরী সুনীল চন্দ্র হালদার ও বিপ্লব সরকার। আটকদের মধ্যে বিপ্লব সরকার মাদারীপুরের ডাসার উপজেলার বসিন্দা। অন্য তিনজন বরিশালের আগৈলঝাড়ার বাসিন্দা। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, জেমস মৃদুল হালদারের হরিণের একটি খামার আছে। সেখানে হরিণ পালন করতেন তারা। জেমস মৃদুল হালদার হরিণ জবাইয়ের পর মাংস ফ্রিজে সংরক্ষণ করে দুই হাজার টাকা কেজি দরে বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে তার খামারে অভিযান চালানো হয়। এসময় সেখানে একটি ফ্রিজ থেকে প্রায় ৩৭ কেজি হরিণের মাংস এবং খামার থেকে হরিণের ছয়টি চামড়া উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী হরিণ হত্যা, এর দেহের অংশ সংরক্ষণ, পরিবহন ও কেনা-বেচা দণ্ডনীয় অপরাধ। সে কারণে খামার মালিক জেমস মৃদুল হালদারসহ সংশ্লিষ্ট চারজনকে আটক করা হয়।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু