নিজস্ব প্রতিবেদক : ছাগল পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে হতদরিদ্র মহিলা-পুরুষ পরিবারের মধ্যে গবাদী পশু ছাগল বিতরন করা হয়। রোববার দুপুর ১টায় বরিশাল নগরের চাঁদমারী বান্দ রোডস্থ ইন্টারফেইথ কেয়ার সোসাইটি’র (আইসিএস) এর উদ্যোগে হতদরিদ্র মহিলাদের মধ্যে এই গবাদী পশু ছাগল বিতরন করা হয়। বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার প্রায় ২৭ জনের মধ্যে এই ছাগল বিতরন করা হয়। যার অর্থায়ন করেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)। গবাদী পশু বিতরনের সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিসিক এর উপ-মহাব্যবস্থাপক (অতি: দায়িত্ব) মোঃ জালিস মাহমুদ, ইন্টারফেইথ কেয়ার সোসাইটি’র নির্বাহী পরিচালক রুকসানা হক, ওয়াইএমসি’র সাধারন সম্পাদক আনন্দ বালা, বরিশাল ১০নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেরী জনসন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক কিশোর কুমার রায়।