Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ১৬, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ সুপারের বিশেষ অভিযান 
Thursday September 29, 2022 , 12:01 pm
Print this E-mail this

এসময় বাস-ট্রাক এবং মাইক্রোবাস সহ বেশ কিছু পরিবহনের বিরুদ্ধে মামলা

বরিশালে সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ সুপারের বিশেষ অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদি পুলিশ চেকপোস্টে বরিশাল জেলা পুলিশ সুপার অহেদুল ইসলামের নেতৃত্বে বুধবার রাত ১০ টায় ঢাকা-বরিশাল মহাসড়কে শৃঙ্খলা বজায় ও দুর্ঘটনা রোধে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন পিপিএম, উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মো: মমিন উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর মো: মোস্তাফিজুর রহমান, ফোরকান, ট্রাফিক সার্জেন্ট আতিক, আলমগীর হোসেন, জেলা ট্রাক সমিতির সহ-সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মো: ইউনুছ বেপারী, লাইন সম্পাদক রফিকুল ইসলাম, উজিরপুর প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুল রহিম সরদার, সিনিয়র সহ-সভাপতি মো: নুরুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক মো: নাজমুল হক মুন্নাসহ কর্মরত সাংবাদিকবৃন্দ। পুলিশ সুপার বলেন, মহাসড়কে প্রত্যেকটা গাড়ির হেডলাইটের এক-তৃতীয়াংশ কালো কালি দিয়ে আবৃত করে রাখতে হবে। দুর্ঘটনা রোধে মহাসড়কে কোন প্রকার টমটম ভটভটি থ্রি হুইলার এবং অটোরিক্সা চলতে পারবে না। তিনি আরো বলেন, বরিশাল বাস মালিক সমিতি ও ট্রাক মালিক সমিতির সহ পরিবহন দপ্তরকে সাত দিনের সময় বেঁধে দেন, এর ধারাবাহিকতায় গতকাল থেকে এ অভিযান পরিচালনা করেন, এসময় বাস-ট্রাক এবং মাইক্রোবাস সহ বেশ কিছু পরিবহনের বিরুদ্ধে মামলা ও সতর্ক করা হয়।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু