Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সড়ক দুর্ঘটনা : অনুপযোগী বিআরটিসি বাস সচল হলো কীভাবে! 
Friday July 22, 2022 , 8:55 pm
Print this E-mail this

নিবন্ধনের মেয়াদ শেষ, সাত বছর ধরে নেই ফিটনেস, খুলনা ডিপোতে পড়েছিল বাসটি

বরিশালে সড়ক দুর্ঘটনা : অনুপযোগী বিআরটিসি বাস সচল হলো কীভাবে!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিআরটিসির একটি বাস খুলনা ডিপোতে দীর্ঘদিন ধরে পড়েছিল। ৩ বছর আগেই নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যায় এটির, সাত বছর ধরে নেই ফিটনেস। তাই খুলনা ডিপোতে পড়েছিল বাসটি। কিন্তু গিয়াস উদ্দিন নামের একজন গাড়িটি লিজ নেন। চলাচল অনুপযোগী সেই গাড়িটি বুধবার বাকেরগঞ্জে দুর্ঘটনা ঘটনায়। একই সঙ্গে এক পরিবারের তিন জনসহ ছয় যাত্রীর প্রাণও কেড়ে নেয়। বিআরটিসি বরিশাল অফিসের তথ্যানুযায়ী, চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি কুমিল্লা-ব-১১ ০০৫ বিআরটিসির এই গাড়িটি ২০২০ সালের ১৬ আগস্ট লিজ নেন। তার নিজের মেয়াদ রয়েছে ২০২৩ সালের ১৫ আগস্ট পর্যন্ত। নাম প্রকাশ না করার শর্তে বিআরটিসি বরিশাল ডিপোর এক কর্মচারী জানান, গাড়িটির চালক জাহাঙ্গীর হোসেন পুরোপুরি অদক্ষ। একই সঙ্গে গাড়িটিও পুরোপুরি চলাচলের অনুপযোগী ছিল। বিষয়টি বরিশাল অফিসের সকল কর্মকর্তাই জানতেন। চালক জাহাঙ্গীরকে ট্রাফিক বিভাগ থেকে বলা হয়েছিল গাড়িটি রঙ করে চাকচিক্য করে ফেলেন। সে অনুযায়ী রঙয়ের কাজ শুরু হয়েছিল। কাজ চলমান অবস্থায় গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়েছে। ওই কর্মচারী আরো জানান, চালক জাহাঙ্গীর প্রতিদিন বিআরটিসি অফিসে এসে লিজের এক হাজার ৬৩৫ টাকা পরিশোধ করে যেত। কিন্তু কখনোই তার গাড়িটিকে ফিটনেস কিংবা ট্যাক্স টোকেনের জন্য আটক করা হয়নি এবং ওই কাগজগুলো দেখতে চাওয়া হয়নি। বৃহস্পতিবার বিআরটিসি বরিশাল ডিপোতে গিয়ে দেখা যায়, লিজের তিনটি গাড়ি আটক করা হয়েছে। তবে ওই গাড়িগুলো কোন কোন রুটে চলে তা জানা যায়নি। বিআরটিসি বরিশাল অফিসের অধীনে লিজ দেওয়া মোট ৭টি গাড়ি রয়েছে। এর মধ্যে একটি দুর্ঘটনা কবলিত হয়েছে, তিনটি আটক করা হয়েছে। বাকি তিনটি আটক করতে অভিযান চালাচ্ছে বিআরটিসি কর্তৃপক্ষ। তবে এই গাড়িগুলো সম্পর্কে বরিশাল অফিস ব্যবস্থাপকের কাছে জানতে চাওয়া হলে তিনি কিছুই বলতে রাজি হননি। বিআরটিসি বরিশাল ডিপো ট্রাফিক বিভাগ প্রধান মোহাম্মদ মশিউর রহমান বলেন, গাড়িটির ট্যাক্স টোকেন কিংবা ফিটনেসের কোনো কাগজ আমরা পাইনি। তাই এর মেয়াদ আছে কিনা এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না। তিনি আরো বলেন, গাড়িটিকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজেছি ফিটনেস চেক করার জন্য কিন্তু পাইনি। তবে ওই গাড়ি চালক প্রতিদিন লিজের নির্ধারিত ভাড়া বিআরটিসি কাউন্টারে পরিশোধ করতে আসতেন-এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। বিআরটিসি বরিশাল অফিস প্রধান (ম্যানেজার অপারেশন) জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি সম্পর্কে কোনো তথ্য আমাদের কাছে নেই। আমাদেরকে শুধু প্রধান কার্যালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছে গাড়িটি লিজ দেওয়ার। আমরা শুধু লিজের ভাড়া উত্তোলন করতাম। গাড়ির ট্যাক্স টোকেন কিংবা ফিটনেসের কোনো কাগজ আমাদের কাছে দেওয়া হয়নি। আর লিজের পরে গাড়ি আমাদের বরিশাল কাউন্টারে কখনও আসেনি। তবে স্টাফরা জানিয়েছে, গাড়িটি ফিটনেস ছিল না। তাই আমরা তাদের নোটিশ করেছি। তবে লিজ গ্রহীতা এতে কর্ণপাত করেনি। ভাড়া পরিষদের সময় গাড়িচালক আসলে তখন কেন ফিটনেস ও ট্যাক্স টোকেনের কাগজ চাওয়া হয়নি-এমন প্রশ্নের জবাব হবে তিনি বলেন, এটা ভুল হয়েছে। প্রাথমিকভাবে আমরা তদন্ত করেছি চালকের ভুলের দুর্ঘটনা ঘটেছে। আমরা ওই গাড়ির লিজ বাতিল করেছি। বিআরটিএর সহকারী পরিচালক মো: শাহ আলম জানান, ২০১৫ সালের ২৮ মের পর থেকে বাসটির ফিটনেস ছিল না। এছাড়া ২০১৯ সালের ১৫ ডিসেম্বরের পর বাসটির রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে। সাধারণত বিআরটিসি গাড়িগুলো আমরা কঠোরভাবে নজরদারি করি না। এই গাড়িগুলোর কাগজপত্র নেই এ রকম পাওয়া যায় না। তিনি আরো বলেন, গাড়ির অবস্থা ভালো নেই, এমনকি গাড়ির রঙ ওঠে গেছে। চালকের কোনো পরিচয় ও কাগজপত্র না পাওয়ায় তার বিষয়ে কিছু বলতে পারছি না।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস