Current Bangladesh Time
মঙ্গলবার মে ২১, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ 
Sunday January 7, 2024 , 1:09 pm
Print this E-mail this

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া এবং ভোট প্রদানে বাধা

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-৫ (সদর) আসনে ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর হামলা, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া এবং ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। নৌকার কর্মী-সমর্থকরা এসব করছেন বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের। সকালে নগরীর নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে হাতাহাতি হয় ট্রাক ও নৌকার কর্মী-সমর্থকদের মধ্যে। রায়পাশা কড়াপুরে ট্রাকের এজেন্টদের বের করে দেওয়া হয় কেন্দ্র থেকে। সরকারি বরিশাল কলেজকেন্দ্রের বাইরে থাকা ট্রাকের কর্মীদের সরিয়ে দেওয়া হয় সেখান থেকে। আরও কয়েকটি কেন্দ্রে ঘটে একই ঘটনা। অভিযোগ অস্বীকার করে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য লস্কর নুরুল হক বলেন, পরাজয় নিশ্চিত জেনে স্বতন্ত্র প্রার্থীর লোকজন এসব মিথ্যা ছড়াচ্ছেন। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। বরিশালের উপপুলিশ কমিশনার আশরাফ আলী বলেন, যেসব ঘটছে তা উল্লেখ করার মতো কিছু নয়। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি