Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
Wednesday September 28, 2022 , 5:10 pm
Print this E-mail this

নামমাত্র বেতনে শ্রমিকদের ১২ ঘন্টা বাধ্যতামূলক কাজ করানোর অভিযোগ

বরিশালে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, মজুরী বোর্ড ঘোষিত ন্যুনতম মজুরী ঘোষণা ও দৈনিক ৮ ঘন্টা কর্মঘন্টা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশালের সোনারগাঁও ট্রেক্সটাইল মিলের প্রস্তাবিত শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। বুধবার (সেপ্টেম্বর ২৮) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী ইউনিয়নের (প্রস্তাবিত) সভাপতি মো: বেল্লাল গাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-জেলা বাসদ সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রিয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, জেলা শ্রমিক ফ্রন্টের সহসভাপতি দুলাল মল্লিক, টেক্সটাইল শ্রমিক খুকু মণি ও মাসুম গাজী প্রমুখ। বক্তারা বলেন, টেক্সটাইল শ্রমিকদের জন্য ২০১৮ সালে ঘোষিত ন্যুনতম মজুরী এখনও বাস্তবায়ন করেনি সোনারগাঁও টেক্সটাইল কর্তৃপক্ষ। তারা নামমাত্র বেতনে শ্রমিকদের ১২ ঘন্টা বাধ্যতামূলক কাজ করাচ্ছে। শ্রমিক ইউনিয়নের উদ্যোক্তা শ্রমিকদের কর্তৃপক্ষ নির্যাতন করছে। বক্তারা শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করে অবিলম্বে মজুরী বোর্ড ঘোষিত ন্যুনতম মজুরী বাস্তবায়নের দাবী জানান। এর আগে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে গিয়ে শেষ হয়।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু