Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৪:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সুস্মিতা নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু! 
Sunday June 9, 2019 , 11:24 am
Print this E-mail this

বরিশালে সুস্মিতা নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু!


নিজস্ব প্রতিবেদক : বরিশালে সুস্মিতা সরকার (১৮) নামে নববিবাহিত এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) রাতে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের ধোপাবাড়ির মোড় এলাকায় স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রী সুস্মিতা সরকার নগরীর নবগ্রাম রোড এলাকার বাসিন্দা স্বপন সরকারের মেয়ে এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ’র উচ্চ মাধ্যমিক (এইচ এস সি) দ্বিতীয় বর্ষের ছাত্রী। ময়না তদন্তের জন্য তার মৃতদেহ বরিশালে শেবাচিমের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় তার স্বামী মাইনুল ইসলাম শান্তকে বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। সে নগরীর ধোপাবাড়ির মোড় এলাকার বাসিন্দা আলতাফ হোসেন এর ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করে মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সাইদুল হক জানান, মুসলমান ছেলে মাইনুল ইসলাম শান্ত’র সাথে খ্রিষ্টান ধর্মালম্বী ও কলেজ ছাত্রী সুস্মিতা সরকারের প্রেমের সম্পর্ক ছিলো। গত পাঁচ মাস পূর্বে পরিবারের অমতে তারা বিয়ে করে। এস আই সাইদুল হক বলেন, রোববার রাতে শান্ত গলায় ফাঁস দিয়ে মৃত্যু হওয়া স্ত্রী সুস্মিতাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আমরা হাসপাতালে পৌঁছে সেখান থেকে শান্তকে আটক করি। শান্তর বক্তব্য অনুযায়ী সুস্মিতা পারিবারিক কলোহের জের ধরে আত্মহত্যা করেছে। আর এসময় তিনি ঘরে ছিলেন না। বাসায় ফিরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এর পেছনে অন্য কোন রহস্য নেই বলে দাবী তার। তবে বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। তাই কলেজ ছাত্রীর মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা?-তা নিশ্চিত হওয়া যাবে। আপাতত একটি অপমৃত্যু মামলা ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস