Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাংবাদিক সালেহ টিটুকে হত্যাচেষ্টা, সন্ত্রাসী মকবুল আটক 
Wednesday February 14, 2018 , 2:06 pm
Print this E-mail this

মকবুলকে আটক করা হয়েছে, খুব শীঘ্রই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

বরিশালে সাংবাদিক সালেহ টিটুকে হত্যাচেষ্টা, সন্ত্রাসী মকবুল আটক


স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর সাহেবের গোরস্থান সংলগ্ন দৈনিক কীর্তনখোলা পত্রিকা অফিসের নিচে চাঁদাবাজ সন্ত্রাসী মকবুল সিকদারের হামলার শিকার হয়েছেন সাংবাদিক সালেহ টিটু। এ সময় বটি দিয়ে তাকে হত্যার চেষ্টাও চালানো হয়। সংবাদকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসী মকবুল সিকদারকে আটকে পুলিশে সোপর্দ করেন। মকবুল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা। সালেহ টিটু এসএটিভি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার ব্যুরো প্রধান ও দৈনিক কীর্তনখোলার ভারপ্রাপ্ত সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলযোগে অফিসে আসেন সালেহ টিটু। তিনি তার মোটরসাইকেলটি তালাবদ্ধ করে অফিসের ওঠার পূর্বে সন্ত্রাসী মকবুল সিকদার তার নিকট এলাকার বড় ভাই পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় মকবুলের সাথে সালেহ টিটুর বাকবিতন্ডা হয়। এর একপর্যায়ে মকবুল হামলা চালায় সালেহ টিটুর ওপর। তাকে মারধর করে ইট দিয়ে আঘাত করেন। পরবর্তীতে পার্শ্ববর্তী বাসা থেকে বটি এনে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালান। ওই সময় আত্মরক্ষার্থে সালেহ টিটু তার অফিসে গিয়ে সংবাদকর্মীদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদকর্মীরা ছুটে এসে চাঁদাবাজ সন্ত্রাসী মকবুলকে আটকে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় হত্যাচেষ্টা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সালেহ টিটু বাদী হয়ে এ মামলা দায়ের করবেন বলে জানা যায়। বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি আওলাদ হোসেন জানিয়েছেন, মকবুলকে আটক করা হয়েছে। খুব শীঘ্রই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবেও বলে জানান তিনি।




Archives
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম
Image
বরিশাল-৫ আসনে মনোনয়ন চান বিএনপির চেয়ারপারসনের দুই উপদেষ্টা
Image
বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে মানববন্ধন