Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২৮, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাংবাদিক লিটন বাশারকে স্মরণ, দোয়া মোনাজাত 
Friday June 29, 2018 , 9:58 pm
Print this E-mail this

লিটন বাশার গত বছরের ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন

বরিশালে সাংবাদিক লিটন বাশারকে স্মরণ, দোয়া মোনাজাত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৭ জুন) বাদ যোহর নগরীর পলাশপুরস্থ বৌ বাজার এলাকার রহমানিয়া কেরাতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রয়াত লিটন বাশারের পিতা আবদুল খালেক হাওলাদার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, এম.এম আমজাদ হোসাইন, সাবেক সহ-সভাপতি গোপাল সরকার, বর্তমান সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জী, দৈনিক আজকের বরিশালের প্রকাশক ও সম্পাদক খলিলুর রহমান, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো চিফ ফিরদাউস সোহাগ, ডিবিসির অপূর্ব অপু, মাছরাঙ্গার গিয়াসউদ্দিন সুমন, দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী আনোয়ার পারভেজ রানা, দৈনিক মতবাদের সহকারী ব্যবস্থাপনা সম্পাদক আবদুল হালিম মামুন, সাংবাদিক জাকির হোসেন, জিয়া উদ্দিন বাবু, মাইনুল হাসান সবুজ, এম. মোফাজ্জেল, এম. নাসিমুল হক, এম.জহির, আরিফিন তুষার, আসাদুজ্জামান, খন্দকার রাকিব, সৈয়দ মেহেদী হাসান, এম. নয়ন, এম লোকমান, শাহীন হাফিজ ও এম সালাউদ্দিন প্রমুখ। দোয়া মোনাজাত শেষে মাদ্রাসায় থাকা এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এছাড়া বাদ আসর নগরীর সদর রোডস্থ দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসে দোয়া-মোনাজাত অনষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মো. আব্দুর রব। উপস্থিত ছিলেন প্রয়াত লিটন বাশারের পিতা আব্দুল কাদের হাওলাদার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জী, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো চিফ ফিরদাউস সোহাগ, বিশিষ্ট সমাজ সেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান, স্থানীয় দৈনিক বরিশাল কন্ঠ’র প্রকাশক ও সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক দখিনের মুখ’র নির্বাহী সম্পাদক ডা. আল-আমিন, দখিনের মুখ পত্রিকার উপদেষ্টা নিপু নেগাবান, আলম বুক স্টলের স্বত্ত্বাধিকারী আলম সিকদার, রকি নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমান দুলাল, জাতীয় পার্টি জেপি’র বরিশাল মহানগর সভাপতি ডা. মনিরুজ্জামান মনির, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, দৈনিক ভোরের কাগজ’র ব্যুরো প্রধান এম. মিরাজ হোসাইন, ফটো সাংবাদিক ফারুক লিটু প্রমুখ। প্রসঙ্গত সাংবাদিক লিটন বাশার গত বছরের ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, এক শিশু পুত্র সন্তান, পিতা-মাতাসহ শুভাকাঙ্খি রেখে গেছেন।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী।

 




Archives
Image
বরিশালে গৃহবধূকে ধর্ষণের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
Image
ঢাকা-বরিশাল নৌরুটে চালু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার
Image
রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন
Image
বরিশাল মহানগর বিএনপির বিবাদ মেটাতে গুলশানে সমঝোতা বৈঠক
Image
বরিশালে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় নিজাম গ্রেফতার