Current Bangladesh Time
বুধবার মে ১৫, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় 
Thursday July 27, 2023 , 4:57 pm
Print this E-mail this

জেলা প্রশাসনের মিডিয়া সেলটি আরও কার্যকর করার দাবি সাংবাদিকদের

বরিশালে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সরকারের লক্ষ্য উদ্দেশ্যে বাস্তবায়ন এবং জনগণের কল্যাণ সাধনে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন বরিশালের নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সভা পক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই আহবান জানান তিনি। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। সরকারি কোন কর্মসূচি কিংবা কার্যক্রমের খবরাখবর গণমাধ্যমকে জানানো হয় না। জেলা প্রশাসনের মিডিয়া সেলটি আরও কার্যকর করার দাবি জানান তারা। জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসককে কার্যকর ভূমিকা নেয়ার আহবান জানান সাংবাদিকরা। সাম্প্রতিক সময়ে বরিশাল অঞ্চলে বেশ কয়েকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর জেলা প্রশাসকের দৃষ্টিগোচর করে এ ধরণের দুর্ঘটনা রোধে সড়ক-মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, যানবাহনের ফিটনেস যাচাই এবং চালকদের পর্যাপ্ত বিশ্রামের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ, সড়ক-মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সাম্প্রতিক সময়ে নদীর তীর অবৈধ দখলের বিষয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, জেলা প্রশাসন সরকারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করে। সরকারি কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে সাংবাকিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যক্রম করতে গিয়ে অনেক সময় কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্মকর্তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি। বড় কথা না বলে কাজের মাধ্যমে জেলা প্রশাসন জনগণের প্রদেয় সেবা নিশ্চিত করতে কাজ করবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, সহকারী কমিশনার কামরুন্নাহার তামান্না, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, রাহাত খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




Archives
Image
বরিশালে সিনথিয়ার দায়িত্ব নিলেন ইউএনও ফারিহা
Image
উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজ নাথের বিরুদ্ধে
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!
Image
বরিশালে অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সিনথিয়ার