Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সমবায় ইনস্টিটিউটে জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ 
Friday October 29, 2021 , 7:27 pm
Print this E-mail this

জনগণের সেবক হিসেবে জনকল্যাণে আত্মনিয়োগ, নিজেকে পরিশুদ্ধ করতে হবে

বরিশালে সমবায় ইনস্টিটিউটে জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ


আরিফ আহমেদ মুন্না, অতিথি প্রতিবেদক : বরিশালে জাতীয় শুদ্ধাচার বিধিবিধান ও কর্মক্ষেত্রে শুদ্ধাচার বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের (এসএফডিএফ) উদ্যোগে শুক্রবার (২৯ অক্টোবর) সকালে বরিশাল শের-ই বাংলা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে দুইদিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন আকন্দ।

এসএফডিএফের মহাব্যবস্থাপক মোঃ গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান ও সহকারী মহাব্যবস্থাপক সালমা বেগম। এসএফডিএফের সহকারী মহাব্যবস্থাপক আনিসুর রহমানের সঞ্চালনায় এসময় অতিথিদের মধ্যে আরও বক্তব্য দেন বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক সৌমেন্দ্র নাথ, পটুয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক পলাশ চক্রবর্তী, ভোলার আঞ্চলিক ব্যবস্থাপক কবির হোসেন, উজিরপুর উপজেলা ব্যবস্থাপক শিবশংকর মন্ডল, বরিশাল সদর উপজেলা ব্যবস্থাপক আনন্দ মন্ডল প্রমুখ। দুইদিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসএফডিএফের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন আকন্দ বলেন, ‘আপনাদের শুধু চাকরি করলে হবে না, দায়িত্ব পালন করতে হবে। শুধু সরকারি কর্মচারী হিসেবে নয়, দেশপ্রেমিক নাগরিক এবং জনগণের সেবক হিসেবে জনকল্যাণে আত্মনিয়োগ করতে হবে। নিজেকে পরিশুদ্ধ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে হলে আগে নিজেদের সোনার মানুষ হতে হবে।’ উল্লেখ্য, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের (এসএফডিএফ) উদ্যোগে দুইদিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ছাড়াও কোভিড-১৯ প্রণোদনা তহবিলের আওতায় ৪% সরল সুদে ঋণ বিতরণ কার্যক্রমের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ব্যবস্থাপক, মাঠকর্মী ও সুফলভোগী কৃষকসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস