Current Bangladesh Time
মঙ্গলবার মে ১৪, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় বাসচালকের বিরুদ্ধে মামলা 
Saturday July 23, 2022 , 7:12 pm
Print this E-mail this

সড়ক পরিবহন আইন অনুসারে মামলাটি গ্রহণ-ওসি শেখ মো: বেলাল হোসেন

বরিশালে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় বাসচালকের বিরুদ্ধে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৬ যাত্রী নিহতের ঘটনায় বাসচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। মাইক্রোবাস চালক গুরুতর অসুস্থ আছর উদ্দিন সরকারের ছেলে সাব্বির সরকার বাদী হয়ে গৌরনদী হাইওয়ে থানায় মামলাটি দায়ের করেন।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: বেলাল হোসেন জানান, শুক্রবার দিনগত রাতে মামলা গ্রহণের পরপরই আসামি ধরতে কার্যক্রম শুরু করে দিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বাসের চালককে আটক করতে পারব। ওসি বলেন, সড়ক পরিবহন আইন অনুসারে মামলাটি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (জুলাই ২১) দুপুরে নতুন শিকারপুর নামক স্থানে কুয়াকাটাগামী মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে সড়কের মধ্যে থেমে যায়। এসময় ঢাকাগামী মোল্লা ট্রাভেলসের একটি বাস সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু হয়। এর আগে ২৯ মে ভোররাতে উজিরপুর উপজেলার বামরাইলে যমুনা লাইন পরিবহন গাছের সঙ্গে বেপরোয়া গতিতে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় পতিত হলে ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়। সেই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামি আইনের আওতায় নিয়ে আসতে পারেনি গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।




Archives
Image
এমভি আবদুল্লাহ ছাড়লেন ২৩ নাবিক
Image
২৭ বছর পর যাবজ্জীবনের আসামি গ্রেপ্তার
Image
বরিশালে থেমে থাকা মাইক্রোবাসে আগুন, নামাজে থাকায় রক্ষা পেল বরযাত্রী
Image
বরিশালে ক্যানসারজয়ী মাহাথিরের এসএসসিতে জিপিএ ৫ অর্জন
Image
আসামিকে না পেয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন পুলিশ কর্মকর্তা!