Current Bangladesh Time
বুধবার মে ১৫, ২০২৪ ৭:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে শ্বাসকষ্টে ভুগছেন ডা: আনোয়ার, হেলিকপ্টারযোগে নেওয়া হচ্ছে ঢাকায় 
Monday June 8, 2020 , 5:10 pm
Print this E-mail this

করোনা রোগের সকল উপসর্গ থাকলেও ডা: আনোয়ার আসলে এ রোগে আক্রান্ত কী না তা নিশ্চিত নয়

বরিশালে শ্বাসকষ্টে ভুগছেন ডা: আনোয়ার, হেলিকপ্টারযোগে নেওয়া হচ্ছে ঢাকায়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বান্দরোডস্থ রাহাত আনোয়ার হাসপাতালের মালিক ডা: আনোয়ার হোসেন গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়। কিন্তু দুপুরের পরে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এবং শ্বাসকষ্টসহ করোনা রোগে উপসর্গগুলো দেখা দেয়। হাসপাতাল সূত্রে, ক’দিন আগে রাহাত আনোয়ার হাসপাতালের দুই কর্মী করোনা আক্রান্ত হন। গত রোববার সকাল থেকে হাসপাতাল মালিক ডা: আনোয়ার হোসেন অসুস্থবোধ করেন। এরপরে তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে অক্সিজেন দিয়ে রাখে। করোনা রোগের সকল উপসর্গ থাকলেও ডাক্তার আনোয়ার আসলে এ রোগে আক্রান্ত কী না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এছাড়া বিষয়টি নিয়ে হাসপাতালের দায়িত্বশীলদের কেউ মিডিয়ার কাছে মুখ খুলতে চাইছেন না। সর্বশেষ খবরে জানা গেছে, ডা: আনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তাকে বহন করতে একটি এয়ার অ্যাম্বুলেন্স বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে এসেছে। কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে হেলিকপ্টারযোগে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেবেন স্বজনেরা।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!
Image
রড দিয়ে পিটিয়ে শিশু গৃহকর্মী খুন, দম্পতির যাবজ্জীবন
Image
এমভি আবদুল্লাহ ছাড়লেন ২৩ নাবিক
Image
ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত