Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে শাপলা পাতা মাছ বিক্রি করায় দুই বিক্রেতার কারাদণ্ড 
Saturday February 10, 2024 , 9:51 pm
Print this E-mail this

বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪ ধারা অনুযায়ী

বরিশালে শাপলা পাতা মাছ বিক্রি করায় দুই বিক্রেতার কারাদণ্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে শিকার ও বিক্রি নিষিদ্ধ একটি শাপলাপাতা মাছ বিক্রির দায়ে দুই বিক্রেতাকে এক মাস করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (ফেব্রুয়ারি ১০) নগরীর পোর্ট রোড এলাকায় অভিযান চালায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান। দন্ডপ্রাপ্তরা হলেন-পোর্ট রোডের মাছ বিক্রেতা আবুল কালাম ও মো: ফয়েজ। সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান জানান, বিরল প্রজাতির মাছ হওয়ায় বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪ ধারা অনুযায়ী শাপলাপাতা মাছ শিকার ও বিক্রি নিষিদ্ধ। পোর্ট রোডে মাইকিং করে একটি শাপলা পাতা মাছ বিক্রি করা হচ্ছিলো। মাছটির ওজন প্রায় ৮ মণ। খবর পেয়ে পোর্ট রোডে অভিযান চালিয়ে ২ জনকে শাপলাপাতা মাছ বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ড ঘোষনার পর ২ জনকে বিশেষ ব্যবস্থায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি