Current Bangladesh Time
বৃহস্পতিবার ডিসেম্বর ১৮, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেফতার 
Wednesday December 17, 2025 , 8:19 pm
Print this E-mail this

ঘটনার প্রায় তিন মাস পর পুলিশ আসামিকে গ্রেফতার করে

বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে অভিনব কায়দায় ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) ব্যবহার করে সর্বস্ব লুটে নেয়া চক্র‍ের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৮)। বুধবার (ডিসেম্বর ১৭) বিকেলে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার মো: নাসির গাজী (৩৭) ওই এলাকার রহিম গাজীর ছেলে। বুধবার সন্ধ্যায় তাকে বরিশাল কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ২০ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা তাহমিনা ডেইজি প্রাতঃভ্রমণে বের হন। এ সময় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি সাহায্যের কথা বলে কৌশলে তার নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগ করে। সম্মোহিত হওয়ার পরপরই ভুক্তভোগী ওই নারী বাসায় গিয়ে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা বের করে অভিযুক্তদের হাতে তুলে দেন। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী নারীর ছেলে চিকিৎসক তানভীর বলেন, ‘ঘটনার প্রায় তিন মাস পর পুলিশ আসামিকে গ্রেফতার করেছে। খোয়া যাওয়া মালামাল যাতে দ্রুত উদ্ধার হয়, সেই দাবি জানাচ্ছি।’ এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘মামলা দায়েরের পর থেকেই পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীর অবস্থান শনাক্তের চেষ্টা করছিল। অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।’




Archives
Image
বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
Image
বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেফতার
Image
নিরাপত্তা পরিস্থিতির জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
Image
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র ও দলিলপত্র প্রদর্শনী
Image
মহান বিজয় দিবসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধা