Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৮:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ল‌ঞ্চের ভাড়া অস্বাভা‌বিক বাড়তি, ক্ষুব্ধ যাত্রীরা 
Monday November 8, 2021 , 6:07 pm
Print this E-mail this

অস্বাভা‌বিক ভাড়া বৃ‌দ্ধি‌তে ল‌ঞ্চে যাতায়াত করা সম্ভব নয় বলে জানিয়েছেন অনেকেই

বরিশালে ল‌ঞ্চের ভাড়া অস্বাভা‌বিক বাড়তি, ক্ষুব্ধ যাত্রীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সারা দেশে চলা পরিবহন ধর্মঘট তুলে নেয়ার পর প্রত্যাহার করা হয় লঞ্চ ধর্মঘটও। সোমবার সকালে শুরু হয় বরিশাল নদীবন্দরে লঞ্চ চলাচল। তবে ল‌ঞ্চের ভাড়া বৃ‌দ্ধি পাওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা। অস্বাভা‌বিক ভাড়া বৃ‌দ্ধি‌তে ল‌ঞ্চে যাতায়াত করা সম্ভব নয় বলে জানিয়েছেন অনেকেই। সোমবার (নভেম্বর ৮) সকা‌ল সা‌ড়ে ৭টার দি‌কে ব‌রিশাল নদীবন্দ‌রে অভ‌্যন্তরীণ রুটের ল‌ঞ্চে যাত্রীর চাপ থাক‌লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যাত্রীর সংখ‌্যা কম‌তে থা‌কে। নদীবন্দর থে‌কে ফি‌রে যে‌তেও দেখা গে‌ছে অ‌নেক‌কেই। ভোলা-ব‌রিশাল নৌপথের এম‌ভি আওলাদ ল‌ঞ্চের মাস্টার আব্দুর রহমান বলেন, ‘এই রু‌টে ভিআইপি সিটে ভাড়া ছি‌লে ৯০ টাকা, এখন হ‌য়ে‌ছে ১২০ টাকা। ডে‌কের ভারা ছি‌ল ৭০ টাকা, এখন হ‌য়ে‌ছে ৯০ টাকা। ভাড়া বাড়ায় যাত্রীদের সঙ্গে সুপারভাইজা‌রের কথা-কাটাকা‌টি হয়েছে। সকা‌লে ভোলা থে‌কে ব‌রিশা‌লে আসি। তখন যাত্রীসংখ‌্যা ভা‌লোই ছি‌ল। তবে ব‌রিশাল থেকে যাত্রী পা‌চ্ছি না।’




Archives
Image
শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার