Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে র‌্যাব-৮’র অভিযান, অচল আইপিএসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ইয়াবার চালান উদ্ধার 
Friday January 31, 2020 , 6:35 pm
Print this E-mail this

বরিশালে র‌্যাব-৮’র অভিযান, অচল আইপিএসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ইয়াবার চালান উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অচল আইপিএসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ইয়াবার চালান উদ্ধার করেছেন র‌্যাব-৮ এর সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টা এবং তৎপরবর্তী সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই যুবকের কাছ থেকে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম থেকে বরগুনার পাথরঘাটাগামী যাত্রীবাহী বাসে মাদক পাচারের গোপন তথ্য পায় র‌্যাব-৮ এবং নগরীর রুপাতলীতে অবস্থিত র‌্যাব-৮ সদর দপ্তরের মূল গেটের সামনে চেকপোস্ট বসান র‌্যাবের সদস্যরা। এক পর্যায়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম থেকে পাথরঘাটাগামী যাত্রীবাহী দিদার পরিবহনের (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ভ-১৫-৪৫৯৫) বাসটি থামিয়ে তল্লাশি চালায় র‌্যাব। এসময় বাসের যাত্রী রাসেল বেপারির কাছে থাকা অচল আইপিএস এর মধ্যে রক্ষিত ৮৯০ পিস ইয়াবা উদ্ধার করেন র‌্যাবের সদস্যরা। পরবর্তীতে রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী ইয়াবা চালানের মূল হোতা বায়েজিদ মল্লিককে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বরিশাল, ভান্ডারিয়াসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ইয়াবা ট্যাবলেট বিক্রির সাথে নিজেদের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত মোঃ রাসেল বেপারি (২৭) ভান্ডারিয়ার মধ্য পৈকখালী গ্রামের বাসিন্দা মোঃ হাকিম বেপারির পুত্র। উদ্ধারকৃত ইয়াবা চালানের মূল হোতা মোঃ বায়েজিদ মল্লিক (২৮) ভান্ডারিয়ার লক্ষীপুরার বাসিন্দা। তিনি লক্ষীপুরার মৃত মাহাবুব হোসেনের ছেলে।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু