Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৬:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু 
Saturday July 3, 2021 , 4:35 pm
Print this E-mail this

সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে

বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে হারুন খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পথচারীরা তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। হারুন খান উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের আক্কেল আলী খানের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানির গাড়িচালক ছিলেন। হারুন খানের স্বজনরা জানান, লকডাউনের কারণে হারুনের কোম্পানি বন্ধ ছিল। সে কারণে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে শুক্রবার রাতে ঢাকা থেকে রওনা হন তিনি। বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার বিষয়টি রাতে হারুন তাঁর স্ত্রীর মুঠোফোনে কল করে জানান। এরপর তাঁর সঙ্গে পরিবারের আর কারও যোগাযোগ হয়নি। শনিবার সকালে বিমানবন্দর থানা থেকে এক পুলিশ কর্মকর্তা ফোন দিয়ে জানান, হারুন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা মেডিকেলে যান। সেখানে গিয়ে হারুনকে মৃত দেখতে পান। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, হারুন খান মোটরসাইকেলে ঢাকা থেকে রহমতপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যান। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস