Current Bangladesh Time
বৃহস্পতিবার মার্চ ২৮, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি এক গৃহবধূ 
Thursday September 1, 2022 , 9:57 pm
Print this E-mail this

কোন ওষুধ মেয়াদোত্তীর্ণ দেয়নি-অভিযুক্ত ফার্মেসি মালিক রফিকুল ইসলাম

বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি এক গৃহবধূ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ১ নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া সোবাহান মিয়ার পুল এলাকা সংলগ্ন মাহমুদা ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি আসমা আক্তার নামে এক গৃহবধূ। অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় সোবাহান এর স্ত্রী আসমা আক্তার গত ২৭ তারিখ ডা: অজয় কুমার বিশ্বাসকে দেখালে তিনি বিভিন্ন রকম ওষুধ প্রেসক্রিপশন করে। পরে সেই ওষুধ সোবাহান মিয়ার পুল এলাকার রফিকুল ইসলামের মালিকানাধীন মাহমুদা ফার্মেসি থেকে সব ওষুধ ক্রয় করে। কিন্তু প্রেসক্রিপশনে উল্লেখিত ফিলওয়েল গোল্ড না দিয়ে সেন্টোজোন নামের একটি মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে দেয়, যা খেয়ে গৃহবধূ কয়েকদিন অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে ওই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূর স্বামী সোবহান বলেন, আমার স্ত্রী ডাক্তার দেখিয়ে মাহমুদা ফার্মেসি থেকে প্রেসক্রিপশনে লিখিত সব ওষুধ ক্রয় করেছে। এরমধ্যে একটি ওষুধ মেয়াদোত্তীর্ণ দিয়েছে, যা খেয়ে আমার স্ত্রী অসুস্থ হয়েছে। আমি অভিযুক্ত ফার্মেসি মালিকের বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত ফার্মেসি মালিক রফিকুল ইসলাম বলেন, আমি কোন ওষুধ ঘুরিয়ে দেইনি এবং কোন ওষুধ মেয়াদোত্তীর্ণ দেয়নি।




Archives
Image
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে চার কিশোরসহ সাতজন অপহরণ
Image
বরিশালে রাস্তার পাশের ঝোপ থেকে নবজাতককে উদ্ধার
Image
স্যাটেলাইট ট্যাগ নিয়ে বরিশালের নদীতে ঘুরছে সুন্দরবনের কুমির
Image
ঈদে যানবাহনে ভাড়া কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা