Current Bangladesh Time
মঙ্গলবার ডিসেম্বর ৩০, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মাদকবিরোধী অভিযানে র‌্যাবের ওপর হামলা, পাল্টা গুলিতে নিহত যুবক 
Monday April 21, 2025 , 11:11 pm
Print this E-mail this

হাসপাতালে আনার আগেই সিয়াম নামের ওই যুবকের মৃত্যু হয়, তাঁর বুকে গুলির চিহ্ন রয়েছে

বরিশালে মাদকবিরোধী অভিযানে র‌্যাবের ওপর হামলা, পাল্টা গুলিতে নিহত যুবক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে র‌্যাবের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা লাঠিচার্জ ও পাঁচ রাউন্ড গুলি ছোড়েন। এতে সিয়াম মোল্লা ও রাকিব মোল্লা নামে দু’জন গুলিবিদ্ধ হন।

এরমধ্যে মারা যান সিয়াম। র‌্যাব বলছে, তারা দু’জনই এলাকার চিহ্নিত মাদক কারবারি। সোমবার (এপ্রিল ২১) সন্ধ্যার পর উপজেলার বাঁশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম (২২) উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা রিপন মোল্লার ছেলে এবং আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশবাড়ি এলাকায় সন্ধ্যার পর র‌্যাবের একটি দল সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যদের ওপর হামলা চালান মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র‌্যাব লাঠিচার্জ ও পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। ওই গ্রামের মোটরসাইকেল চালক হাসান মৃধা জানান, সিয়াম নামের ওই যুবককে একটি ইজিবাইক থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোটরসাইকেলে তুলে দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। পরে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া রহমান জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই সিয়াম নামের ওই যুবকের মৃত্যু হয়। তাঁর বুকে গুলির চিহ্ন রয়েছে।




Archives
Image
অবরুদ্ধ তাইওয়ান, ব্যাপক আকারে সামরিক মহড়া চালাচ্ছে চীন
Image
হাদি হত্যায় ৫ বাংলাদেশি আটক পশ্চিমবঙ্গে? জবাব দিল রাজ্য পুলিশ
Image
ডিএমপি পুলিশের সূত্রের ভিত্তিতে জানানো হয়েছে, মেঘালয়ে দু’জন আটক
Image
কুয়াকাটায় কোম্পানির অফিসে অগ্নিসংযোগ!
Image
বরিশাল-ঢাকা রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ