Current Bangladesh Time
রবিবার নভেম্বর ৯, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মাকে টিনের ছাপড়ায় থাকতে দেয়া সেই ভূমিদস্যু ছেলে গ্রেফতার 
Wednesday June 12, 2019 , 8:40 pm
Print this E-mail this

বরিশালে মাকে টিনের ছাপড়ায় থাকতে দেয়া সেই ভূমিদস্যু ছেলে গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় মায়ের কাছ থেকে জোড়পূর্বক তার জমি লিখে নিয়ে তা বিক্রি করে নিজ বাড়িতে দ্বিতল বিল্ডিং গড়ে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে থাকে ভূমিদস্যু ছেলে, আর বৃদ্ধ মাকে রেখেছে বাইরে টিনের ছাপড়া দিয়ে কাঠের মাচা (মাইচ্চা) করে পরিত্যাক্ত ঘরে। ছেলের বিল্ডিং-এ বৃদ্ধ মায়ের হয়নি ঠাঁই, নেই কোন চিকিৎসা ও যত্নাদিও। অবশেষে ভূমিদস্যু ইউনুসকে গ্রেফতার করেছে পুলিশ। ইউনুস গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতারের পর এলাকার মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। স্থানীয় এলাকার মানুষ তার বিরুদ্ধে জমি দখল, রেকর্ড করানোর জন্য টাকা নেয়া, স্থানীয়দের প্রশাসন দিয়ে হয়রানি, প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোসহ অনেক অপকর্ম রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়াও এলাকায় রয়েছে তার বিরুদ্ধে চুরির অভিযোগ। খাজুরিয়া গ্রামের কালু মিয়ার ছেলে মুজাফর মিয়ার কাছ থেকে তার বাড়ির মধ্যে জায়গা রয়েছে দাবী করে দেড় লাখ টাকা নিয়েছে ভূমি দস্যু ইউনুস মিয়া ওরয়ে লেসু। এ ছাড়া এলাকার আমজেদ মিয়ার ৮০হাজার টাকা, জহুরা বেগম ও মাহবুবকে বাড়ি ছাড়া করার হুমকি, ও একই এলাকার হান্নান ফকিরের মুদির দোকান চুরির ঘটনায় প্রয়াত ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার তাকে মারধর করলে সে এলাকা ছেড়ে ঢাকা যায়। কয়েক বছর পর এলাকায় এসে তার কয়েক অনুসারী নিয়ে শুরু করে ভূমিদস্যুতা, জালজালিয়াতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ ভূমি জরিপ এর সময় দরিদ্র লোকজনের কাছ থেকে কৌশলে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এলাকার শতশত নারী-পুরুষ এসব অভিযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ইউনুস মিয়া, সাবেক ইউপি সদস্য আ.কাদের, খালেক ফকির, মজিবুর রহমান মিয়া, তরিকুল ইসলাম, হায়াতুন বিবি, জহুরা বেগম, ইসাকুল ইসলাম, রুহুল আমিন দুলাল, আ: রহিম মিয়া, আবু কাদের, শাহজাহান মিয়া, তোতা মিয়া, কালাম, জসীম মিয়া, আলতাব মিয়া, সামছুল হক প্রমুখ।




Archives
Image
বরিশালে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ নারী আটক
Image
স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : সরোয়ার
Image
বরিশালে মৎস্য বিভাগের জব্দ করা জাটকা লুট!
Image
চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ
Image
প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের সুর