Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মাইক্রোবাসে যাত্রী পরিবহন, ড্রাইভারসহ আটক ৩ 
Friday May 29, 2020 , 7:37 pm
Print this E-mail this

ড্রাইভার মো: শফিকুল ইসলাম ও ফিরোজ আলমকে ৪ হাজার এবং দালাল মো: আল আসিনকে ৩ হাজার টাকা জরিমানা

বরিশালে মাইক্রোবাসে যাত্রী পরিবহন, ড্রাইভারসহ আটক ৩


প্রিন্স তালুকদার, অতিথি প্রতিবেদক : বরিশালে করোনা সংক্রমন রোধে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের দায়ে ২ ড্রাইভার ও ১ জন দালালকে আটক করেছে পুলিশ।বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, শুক্রবার (২৯ মে) বেলা ১ টার দিকে বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ এলাকায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদের নের্তৃত্বে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহানের পরিচালনায় (ওসি অপারেশন) এস আই মোস্তাফিজুর রহমানেরর সহযোগিতায় লকডাউন কার্যকরে অভিযান পরিচালিত হয়েছে। এ সময় যাত্রী পরিবহনের দায়ে ২ টি মাইক্রোবাসের ড্রাইভার ও ১ জন দালাল কে আটক করা হয়েছে। পরে বিকাল ৪ টায় বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: শাহাদাৎ হোসেন এসে মাইক্রোবাসের ড্রাইভার মো: শফিকুল ইসলাম ও ফিরোজ আলমকে ৪ হাজার টাকা এবং দালাল মো: আল আসিনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন-এস আই মোস্তাফিজুর রহমান, এস আই এনামুল, এ এস আই এবি ফেরদাউস প্রমুখ।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু