Current Bangladesh Time
শুক্রবার মার্চ ২৯, ২০২৪ ২:৪২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মহান বিশ্ব শিক্ষক দিবস পালন 
Wednesday October 5, 2022 , 3:18 pm
Print this E-mail this

শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের সময়ের দাবী

বরিশালে মহান বিশ্ব শিক্ষক দিবস পালন


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : শিক্ষা ব্যাবস্থার জাতীয়করণ চাই শ্লোগানক ধারণ করে ও শিক্ষক সমাজই শিক্ষক ইতিবাচক রুপান্তর ঘটায় নিয়ে এই প্রতিপাদ্য নিয়ে মহান বিশ্ব শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (অক্টোবর ৫) সকাল সাড়ে ১০ টায় নগরীর আগুরপুর রোডস্থ কার্যলয়ে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিসিক) বরিশাল জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ আনিছুর রহমান, উপনোয়ারুল হক, অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদার, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক কবির হোসেন শাহীন, অধ্যাপক মোঃ ওমর ফারুক, অধ্যাপক অজিজুর রহমান খোকন, অধ্যাপক বিরেন্দ্র নাথ রায়, অধ্যাপক আফজাল হোসেন সহ প্রমুখ। এসময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বর্তমান শিক্ষাক্রমে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার নামে খুব সহজভাবে এক ক্লাস থেকে পরবর্তী উপরের ক্লাসে উত্তীর্ন করা হয়। যা পরবর্তীতে জীবন এর নেতিবাচক প্রতিফলন ঘটে। বাংলাদেশে কোট শিক্ষা সঞ্চালন ও পরিচালনার দায়িত্ব পালন করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারিবৃন্দ অথচ সব ধরণের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। সে কারণেই বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে সু-সংহত করার জন্য শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা উচিত। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো স্বয়ংক্রিয়ভাবে সমাধান সম্ভব। তারা আরো বলেন, ইতিমধ্যে বিচ্ছিন্ন সরকারিকরণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার কোন সমাধান হবে না। সে কারণেই শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের সময়ের দাবী। বেসরকারি শিক্ষক-কর্মচারির জীবনমান উন্নত করার মধ্য দিয়েই শিক্ষা ব্যাবস্থার প্রথমিক সংস্কার সম্ভব বলে তারা মনে করেন।




Archives
Image
বরিশালে অবৈধ জালসহ ৪ জেলে আটক
Image
কম্পিউটার দোকানে কাজের আড়ালে জাল নোট ছাপাতেন আরিফ
Image
দূষণে দেশে বছরে ২ লাখ ৭২ হাজার অকাল মৃত্যু
Image
নামাজ চলাকালীন বরিশালের মসজিদে এসি বিস্ফোরণ
Image
পাথর কোনোভাবেই ভাগ্য ফেরাতে পারে না, নিছক কুসংস্কার!