Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ১২:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভোটার আইডি কার্ড করাতে এসে নারীসহ তিন ভারতীয় নাগরিক আটক 
Thursday February 8, 2024 , 7:49 pm
Print this E-mail this

জিঙ্গাসাবাদ চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন-জাফর আহম্মেদ, ওসি, উজিরপুর মডেল থানা

বরিশালে ভোটার আইডি কার্ড করাতে এসে নারীসহ তিন ভারতীয় নাগরিক আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুর উপজেলা নির্বাচন অফিসে ভোটার আইডি কার্ড করাতে এসে নারীসহ তিন ভারতীয় নাগরিক আটক হয়েছে। বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ৮) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-ভারতের উড়িষ্যা বালাঙ্গীর জেলার পাটনাগর উপজেলার বনকাবিহার গ্রামের শ্যাম সুন্দর বড়িয়ার মেয়ে সাবিত্রী বড়িয়া (২৯), তার স্বামী এবায়দুল হাওলাদার (২৬) ও ভাষুর এনামুল হাওলাদার। সূত্রে জানা যায়, সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহীন হাওলাদার ও ইউপি সদস্য মো: হারুণের দেয়া ভুয়া প্রত্যায়নপত্র ও জন্মনিবন্ধন নিয়ে ভারতের নাগরিক উজিরপুরে অবৈধভাবে ভোটার আইডি কার্ড করতে আসলে নির্বাচন অফিসার নারীসহ তিন জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ভারতের ভারতের উড়িষ্যা বালাঙ্গীর জেলার পাটনাগর উপজেলার বনকাবিহার গ্রামের শ্যাম সুন্দর বড়িয়ার মেয়ে সাবিত্রী বড়িয়া (২৯)কে ৭ বছর পূর্বে উজিরপুর উপজেলার সাতলা ৬নং ওয়ার্ডের মৃত আব্দুস সালাম হাওলাদারের ছেলে এবায়দুল হাওলাদার (২৬) এর বিবাহ হয়। তবে কোন কাগজপত্র দেখাতে পারেনি। ৮ ফেব্রুয়ারি সাবিত্রীর নাম পরিবর্তন করে হালিমা খানম লিখে ভুয়া কাগজপত্র তৈরি করে উজিরপুর উপজেলা নির্বাচন অফিসে দাখিল করেন। এসময় সন্দেহ হলে নির্বাচন অফিসার আব্দুর রশিদ তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ব্যপারে উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ জানান, দুপুর ২টার দিকে ভোটার আইডি কার্ড করার জন্য ভুয়া কাগজপত্র জমা দেন তারা। এরপর তাদের মুখের ভাষা শুনে সন্দেহ হওয়া অনুপ্রবেশকারী নারীসহ তিন জনকে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এছাড়াও সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহীন হাওলাদার ও ইউপি সদস্য মো: হারুন দু’জনে মিলে ভুয়া প্রত্যায়নপত্র ও জন্মনিবন্ধন দেন। ইউপি চেয়ারম্যান মো: শাহীন হাওলাদার জানান, ভুল বুঝিয়ে প্রত্যায়ন নেয়া হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহম্মেদ জানান, জিঙ্গাসাবাদ চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা