Current Bangladesh Time
শনিবার ডিসেম্বর ২৭, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভাড়াবাসায় মিলল স্কুলশিক্ষকের লাশ 
Friday July 18, 2025 , 2:41 pm
Print this E-mail this

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে

বরিশালে ভাড়াবাসায় মিলল স্কুলশিক্ষকের লাশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ভাড়াবাসা থেকে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (জুলাই ১৮) দিবাগত গভীর রাতে নগরীর করিম কুটির মসজিদ গলির ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত শিক্ষক মো: মহিউদ্দিন নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার হরিদ্রাপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মাঝির ছেলে। নগরীর আলেকান্দা পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, করিম কুটির মজিদ গলির স্মরণিকা ভিলার নিচতলায় ভাড়া বাসায় একা বসবাস করতেন মৃত মহিউদ্দিন। স্থানীয়রা তাঁকে বাসার মধ্যে দুপুরের পর থেকে বিছানার ওপর পড়ে থাকতে দেখেন। রাত পর্যন্ত একই অবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯ কল করে বিষয়টি জানানো হয়। সেখান থেকে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় পেয়েছেন মো: মহিউদ্দিনকে উদ্ধার করে। পরে তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে। এদিকে স্বজনরা অভিযোগ দিলে সে অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। অপরিদেক মৃত শিক্ষক মো: মহিউদ্দিনের বড় ভাই পিরোজপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিমউদ্দীন বলেন, আমার ভাইয়ের হঠাৎ মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। তাঁকে হত্যা করা হয়ে থাকলে আল্লাহ যেন হত্যাকারীর বিচার করেন। মহিউদ্দিনের মৃত্যুর খবর আমরা সবাই পেয়েছি, ওর স্কুলের সবাইকে জানিয়েছি কিন্তু তারা কেউ আসলো না। মৃতের ছোট ভাই বরিশাল বিএম স্কুলের শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকের সঙ্গে দুর্নীতিসহ নানা অনিয়ম নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ ছিল। কিছুদিন আগে স্কুলের অনিয়ম ও দুর্নীতি নিয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন, সাংবাদিকদেরও জানিয়েছেন। এজন্য তাঁকে বিভিন্ন সময় হত্যার হুমকিও দেওয়া হয়েছিল, অনেকে তো আমাকে গিয়েও হুমকি দিয়েছে যেন ভাইকে থেকে যেতে বলি। এছাড়া কয়েকমাসে মহিউদ্দিন ভাইকে বহিরাগত লোকদের দিয়ে মারধরও করা হয়েছিল। এসব ঘটনা ভাই আমার পরিবারের কাউকে বলতে চাইতো না, নিজেই একা সমাধান করতে চাইতো। সম্প্রতি স্কুলের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ জানিয়ে কোনো সুরাহা না পেয়ে চাকুরি থেকে পদত্যাগও করে কিন্তু আমাদের ধারণা ওর আকস্মিক মৃত্যুর সঙ্গে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবাদ করার বিষয় জড়িত রয়েছে। তিনি জানান, তাঁর ভাইয়ের মৃত্যু অস্বাভাবিক বলেই তাদের মনে হচ্ছে, এ ঘটনায় পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। আপাতত লাশ পুলিশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাবে। এদিকে মৃতের স্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার রিপা আক্তার জানান, তাদের একটি ছেলে সন্তান রয়েছে। যাকে নিয়ে তিনি নগরীর আলেকান্দা বুক ভিলা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। তবে সম্প্রতি তার স্বামী শিক্ষক মহিউদ্দিন করিম কুটির এলাকার এ বাসা ভাড়া নিয়েছেন। যেখানে তিনি থাকতেও শুরু করেন, তবে তাদের কোনো পারিবারিক কলহ ছিল না। অপরদিকে নাম প্রকাশ না করার শর্তে স্কুলের এক শিক্ষক জানান, সাবেক প্রধান শিক্ষক ফকরুজ্জামানের নিয়ম বহির্ভূত কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতেন শিক্ষক মহিউদ্দিন। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে অনেকেই জোটবদ্ধ হন এবং নানাভাবে হয়রানি করতে শুরু করেন। এ নিয়ে তিনি বেশ চিন্তিত থাকতেন। পাশাপাশি তিনি শারীরিকভাবেও বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।




Archives
Image
এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা
Image
ঢাকার কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদরাসার কক্ষ, শিশুসহ আহত ৪
Image
বরিশাল অঞ্চলের ৩ লঞ্চের রুট পারমিট বাতিল
Image
ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান
Image
উৎসবমুখর পরিবেশে বরিশাল সরকারি মহিলা কলেজের পূর্ণমিলনী অনুষ্ঠান