Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ৭, ২০২৫ ১২:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ব্রজমোহন (বিএম) কলেজে শুরু হলো জীবনানন্দ মেলা 
Thursday February 15, 2018 , 1:53 pm
Print this E-mail this

মেলার উদ্বোধন করেন, শাহানারা আবদুল্লাহ

বরিশালে ব্রজমোহন (বিএম) কলেজে শুরু হলো জীবনানন্দ মেলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রুপসী বাংলা কবি জীবনানন্দ দাশের ১১৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী জীবনানন্দ মেলা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই মেলার উদ্বোধণ করবেন সাংস্কৃতিক সংগঠক শাহানারা আব্দুল্লাহ। বিএম কলেজের সাংস্কৃতিক সংগঠন উত্তরনের আয়োজনে মেলায় প্রধান অতিথি থাকবেন কবি আসাদ চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার পাল। জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান জানান, তিন দিন ব্যাপী এই মেলার প্রতিদিন সকাল ও সন্ধ্যা অর্থাৎ দুই পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া মেলা প্রাঙ্গনে ৩৪টি স্টল থাকার পাশাপাশি তিনটি কর্নার করা হয়েছে। কর্নারগুলো হল- জীবনানন্দ কর্নার, ভাষা কর্নার ও অশ্বিনী কুমার কর্নার। এই কর্নারগুলোতে সংশ্লিষ্ট বিষয় উপস্থাপন করা হবে মেলার দর্শনার্থীদের মধ্যে। রাত ৯টা পর্যন্ত এই মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন মেলা উদযাপন পরিষদের এই নেতা। এদিকে জীবনানন্দ মেলা উপলক্ষ্যে দিনরাত কাজ করছে সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ’। মেলায় সাংস্কৃতিক আয়োজন থাকায় প্রতিদিনই রেওয়াজ করতে হচ্ছে এই সংগঠনের সদস্যদের।




Archives
Image
বরিশালে অপসোনিনের ৫০০ শ্রমিক চাকরিচ্যুৎ, প্রতিবাদে বিক্ষোভ
Image
ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীরা
Image
বরিশালে বিএনপির লিফলেট বিতরণে মজিবর রহমান সরোয়ার
Image
একসাথে বসে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে : সরোয়ার
Image
যাত্রা শুরু খুলনার আধুনিক কারাগারের : ফুল দিয়ে কয়েদিদের বরণ