Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিদুৎস্পৃষ্টে বাবা-ছেলে নিহত 
Thursday May 27, 2021 , 2:02 pm
Print this E-mail this

কেউ লিখিত অভিযোগ দেননি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা

বরিশালে বিদুৎস্পৃষ্টে বাবা-ছেলে নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের হিজলা উপজেলায় বিদুৎস্পৃষ্টে বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০টায় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই গ্রামের কাশেম হাওলাদার (৫৫) ও তার ছেলে মোক্তার হাওলাদার (২৫)। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় কাশেম হাওলাদার ছাগলকে ঘাস খাওয়াতে বাড়ির পাশের টিবিসি ইটভাটা সংলগ্ন মাঠে যান। এসময় ছাগল তার হাত থেকে ছুটে যায়। ছাগল ধরতে গিয়ে ইটভাটার একটি বিদ্যুতের তারে তার হাত স্পর্শ করে। এসময় চিৎকার শুনে তার ছেলে মোক্তার ও মনির হাওয়ালাদার ছুটে যান। বাবাকে বাঁচাতে গিয়ে তারা দু’জনও বিদ্যুতায়িত হন। পরে আশেপাশের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাশেম ও মোক্তারকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত মনির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার জানায়, টিবিসি ইটভাটায় সাইড লাইনের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়া হয়েছিল। প্রায় দুই মাস ধরে ইটভাটা বন্ধ থাকলেও সংযোগ চালু ছিল ও সংযোগের তারটি মাঠে ঝুলে ছিলো। ইটভাটা মালিকের গাফলতির জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি পরিবারের। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।




Archives
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে