Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৬:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিকাশ প্রতারকের এক বছরের কারাদণ্ড, প্রবেশনে মুক্তি 
Thursday January 25, 2024 , 7:29 pm
Print this E-mail this

রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৪ আসামিকে খালাস

বরিশালে বিকাশ প্রতারকের এক বছরের কারাদণ্ড, প্রবেশনে মুক্তি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে প্রতারণার মাধ্যমে মোবাইল ব্যাংকিং বিকাশের টাকা আত্মসাতের মামলায় এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (জানুয়ারি ২৫) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এ রায় দেন। পরে কারাদণ্ডপ্রাপ্ত যুবককে ১০ শর্তে প্রবেশনে মুক্তি দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম ওরফে রবিন লক্ষীপুরের সাহাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২০ সালের ১১ আগষ্ট বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের বাসিন্দা শাহাজাহান হাওলাদারের মোবাইল ফোনে কল করে আসামি রবিন।নিজেকে বিকাশ কাষ্টমার কেয়ার এজেন্ট পরিচয় দিয়ে পিন নম্বর নেয়। পরে শাহজাহান হাওলাদারের মোবাইল ফোন নম্বরের বিকাশ একাউন্টে থাকা ২ লাখ ৪৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করে। এ ঘটনায় শাহাজাহান হাওলাদার বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করে। মামলার আসামি হিসেবে রবিনকে পুলিশ গ্রেপ্তার করে। সে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার কথা স্বীকার করে আদালতে ও পুলিশের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। নাজমুল হাসান বলেন, জবানবন্দির ভিত্তিতে সিআইডি পুলিশের এসআই ফরহাদুল ইসলাম ২০২১ সালের ২০ জুলাই ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। ট্রাইব্যুনালের বিচারক ৬ জনের স্বাক্ষ্য নিয়ে আজকে রায় দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী বলেন, রায়ে রবিনকে এক বছরের দণ্ড দেওয়া হয়। এর মধ্যে সে ৭ মাস কারাগারে ছিল। ওই সময় বাদ দিয়ে ১০টি শর্তে প্রবেশনে মুক্তি দিয়েছেন আদালত।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস